অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে বিউটি সেলুন নিষিদ্ধের প্রতিবাদকারী নারীদের ছত্রভঙ্গ করলো তালিবান


কাবুলের শাহর-ই-নাও এলাকার একটি বিউটি সেলুনের সামনে আফগান নারীরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ প্রদর্শন করে। (১৯ জুলাই, ২০২৩)
কাবুলের শাহর-ই-নাও এলাকার একটি বিউটি সেলুনের সামনে আফগান নারীরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ প্রদর্শন করে। (১৯ জুলাই, ২০২৩)

আফগানিস্তানে বিউটি সেলুনের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে কাবুলে বিক্ষোভরত কয়েক ডজন নারীকে ছত্রভঙ্গ করতে তালিবান বাহিনী বুধবার আকাশে গুলি ছোঁড়ে এবং জল কামান ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালিবানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর একটি কেন্দ্রীয় অংশে বিউটি পার্লারের বাইরে প্রায় ৩০ জন নারী মালিক শ্রমিক জড়ো হওয়ার সময় ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনী তাদের লাঠি দিয়ে মারধর করেছে। এমনকি সহিংসতার ভিডিও ধারণ করতে বাধা দিতে তাদের কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জীবিকা, ন্যায়বিচার, কাজ শিক্ষা লেখা ব্যানার বহন করছিলেন।

তালিবান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের জবাব দেয়নি।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এক টুইটার বার্তায়, বিউটি সেলুনের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে নারীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে জোর পূর্বক দমনের খবরে, দেশটিতে নারী অধিকার কেড়ে নেয়ার সর্বশেষ ঘটনা হিসেবে উল্লেখ করে তা যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করে।

জুলাইয়ের গোড়ার দিকে, অপব্যবহার প্রতিরোধ প্রচার মন্ত্রক এক মাসের মধ্যে আফগানিস্তান জুড়ে শত শত বিউটি পার্লার বন্ধ করার নির্দেশ দেয়। এতে বলা হয়, তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা ডিক্রি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG