অ্যাকসেসিবিলিটি লিংক

গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে অস্পষ্টতা দূর করতে ডাকা ইসির সভা হঠাৎ স্থগিত


বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে অস্পষ্টতা দূর করতে ২০ জুলাই (বৃহস্পতিবার) নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করতে চেয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ১৩ জুলাই ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশন এই সভা স্থগিত করেছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, আরপিও বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ পেতে আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বৈঠক অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

কমিশন সকল আমন্ত্রিতদের চিঠি ও ফোনে সভা স্থগিত করার কথা জানিয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল-২০২৩ পাস হয়।

XS
SM
MD
LG