অ্যাকসেসিবিলিটি লিংক

তীব্র দাবদাহে হৃদরোগ ও মৃত্যুঝুঁকির বিষয়ে সতর্ক করলো বিশ্ব আবহাওয়া সংস্থা


রোমে তাপদাহের সঙ্গে মানিয়ে চলতে সহায়তা করার জন্য কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে এক সুরক্ষা কর্মী পথচারীদের পানির বোতল দিচ্ছেন (১৮ জুলাই, ২০২৩)
রোমে তাপদাহের সঙ্গে মানিয়ে চলতে সহায়তা করার জন্য কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে এক সুরক্ষা কর্মী পথচারীদের পানির বোতল দিচ্ছেন (১৮ জুলাই, ২০২৩)

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার জানিয়েছে, সমগ্র উত্তর গোলার্ধ জুড়ে বিরাজমান তাপদাহের তীব্রতা এ সপ্তাহে আরো বাড়তে পারে। যার ফলে রাতের বেলায় তাপমাত্রা বেড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে।

ডব্লিউএমও এক বিবৃতিতে জানিয়েছে, “তাপদাহের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তর আমেরিকা, এশিয়া, সমগ্র উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে এ সপ্তাহের বেশ কয়েকটি দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকবে।”

সারা রাতের ন্যুনতম তাপমাত্রাও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে ডব্লিউএমও, যার ফলে আরো বেশি মানুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও মৃত্যু হতে পারে।

ডব্লিউএমও বলেছে, “বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রার দিকে মনোযোগ দেওয়া হলেও, রাতের যে তাপমাত্রা অব্যাহত থাকে, সেটিই স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বড় ঝুঁকিগুলো সৃষ্টি করে। বিশেষত, স্পর্শকাতর জনগোষ্ঠীর জন্য।”

জেনেভায় সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় তাপদাহ সংক্রান্ত সমীক্ষার বিশেষজ্ঞ এক গবেষক জানান, ইউরোপে বিরাজমান উচ্চ তাপমাত্রা আরো বাড়বে।

ডব্লিউএমও’র সিনিয়র এক্সট্রিম হিট এডভাইজার জন নেয়ার্ন জানান, “ভূমধ্যসাগরীয় তাপদাহ অনেক তীব্র, কিন্তু উত্তর আফ্রিকায় চলমান তাপদাহের তুলনায় তা কিছুই নয়।” তিনি আরো জানান, “এটি এখন ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে।”

XS
SM
MD
LG