অ্যাকসেসিবিলিটি লিংক

আলকারাজের প্রথম উইম্বলডন শিরোপা জয়, জোকোভিচের দীর্ঘ রাজত্বের অবসান


অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাবে নোভাক জোকোভিচের বিরুদ্ধে পুরুষদের একক ফাইনাল জেতার পর ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন কার্লোস আলকারাজ। ১৬ জুলাই। ২০২৩।
অল ইংল্যান্ড লন টেনিস এবং ক্রোকেট ক্লাবে নোভাক জোকোভিচের বিরুদ্ধে পুরুষদের একক ফাইনাল জেতার পর ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন কার্লোস আলকারাজ। ১৬ জুলাই। ২০২৩।

উইম্বলডনে নোভাক জোকোভিচের দীর্ঘ দিনের রাজত্বের অবসান ঘটিয়ে, পুরুষদের টেনিসে পরিবর্তনের সূচনা করলেন স্পেনের কার্লোস আলকারাজ। রবিবার ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে প্রথমবারের মত অল ইংল্যান্ড ক্লাব টাইটেল জেতেন নতুন এই স্প্যানিশ তরুণ।

উইম্বলডনের সেন্টার কোর্টে দীর্ঘ এক দশক ধরে রাজত্ব করছিলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা। কিন্তু রবিবার তিনি শেষ পর্যন্ত আর তার জয়ের ধারা অব্যাহত রাখতে পারেননি। কারণ তরুণ আলকারাজকে শিরোপা জয়ের দিকে ধাবিত করা থেকে বিরত রাখতে তার সবরকম প্রচেষ্টাই বার্থ হয়ে যায়।

পঞ্চম সেটে ২০ বছর বয়সী এই খেলোয়াড় একটি অসামান্য পাসিং শটে জোকোভিচকে ব্রেক করার পর মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তার র‌্যাকেটটি নেট পোস্টের সাথে সজোরে আঘাত করে ভেঙে ফেলেন।

এটি ম্যাচে জোকোভিচকে দ্বিতীয়বারের মতো সতর্কবাণী দিয়েছিল, এর আগেও আগে সতর্ক করা হয়েছিল যে, তিনি সার্ভ শুরু করতে খুব বেশি সময় নিচ্ছেন।

কিন্তু এই সমস্ত বিভ্রান্তি অনুপ্রাণিত আলকারাজকে কাবু করতে ব্যর্থ হয়। ৩৭ বছরের মধ্যে গিল্ডেড চ্যালেঞ্জ কাপ জেতা সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তিনি।

XS
SM
MD
LG