অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে অন্তত ৭ জন নিহত


দক্ষিণ কোরিয়ার ইয়েচিওন শহরে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা; (রয়টার্স-এর মাধ্যমে ইয়োনহাপ) ১৫ জুলাই ২০২৩।
দক্ষিণ কোরিয়ার ইয়েচিওন শহরে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা; (রয়টার্স-এর মাধ্যমে ইয়োনহাপ) ১৫ জুলাই ২০২৩।

দক্ষিণ কোরিয়ায় দুই দিনের প্রবল বৃষ্টিপাতে অন্তত সাত জন নিহত হয়েছেন। আর, ভূমিধস ও বন্যায় নিখোঁজ হয়েছেন দুই জন। এছাড়া, শনিবার দিনের শুরুতে ভূমিধসের ফলে দেশটির মধ্যাঞ্চলে আটজন আটকা পড়েন।

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রক বলেছে যে, শনিবার প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মধ্যাঞ্চলের দুটি শহরে বাড়িঘর চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ও শনিবার ভূমিধস সংশ্লিষ্ট দুর্ঘটনায় আরো চার জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

অভ্যন্তরীণ ও নিরাপত্তা মন্ত্রকের এক প্রতিবেদনে বলা হয়, প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে দুটি কেন্দ্রীয় শহরে বাড়িঘর চাপা পড়ে শনিবার তিনজন নিহত হয়েছেন।ভূমিধস সম্পর্কিত দুর্ঘটনায় শনিবার আরো দু'জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং শুক্রবার মধ্যাঞ্চলীয় শহর ননসানে ভূমিধসের কারণে একটি বাড়ি ভেঙে মারা গেছেন দুজন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় ইয়েচিওন শহরের এক গ্রামে বন্যার পর, শনিবার দু'জন নিখোঁজ হয়েছেন।শুক্রবার ও শনিবার ট্রেন লাইনচ্যুত হয়ে এবং ভূমিধসে পাঁচ জন আহত হয়েছেন।

গত ৯ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। মন্ত্রকটির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের বৃষ্টিপাতে অন্তত ১৫৭০ জন মানুষ ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন এবং হাজার হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, রবিবার পর্যন্ত দেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

XS
SM
MD
LG