অ্যাকসেসিবিলিটি লিংক

পোল্যান্ডের সঙ্গে অতিরিক্ত অস্ত্র চুক্তিতে সম্মত দক্ষিণ কোরিয়াঃ ইউন 


পোল্যান্ডের ওয়ারসতে প্রেসিডেন্টশিয়ান প্রাসাদে ১৩জুলাই একটি যৌথ সংবাদ সম্মেলন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা করমর্দন করছেন।
পোল্যান্ডের ওয়ারসতে প্রেসিডেন্টশিয়ান প্রাসাদে ১৩জুলাই একটি যৌথ সংবাদ সম্মেলন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা করমর্দন করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ও পোল্যান্ডের প্রেসিডেন্ট ওয়ারস’তে বৃহস্পতিবার এক শীর্ষ সম্মেলনে পোল্যান্ডের জন্য অতিরিক্ত দক্ষিণ কোরিয়ার অস্ত্র কেনার পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন।

গত বছর দুই দেশ ১ হাজার ৩৭০ কোটি ডলারের অস্ত্র চুক্তিতে পৌঁছেছিল। যা সোওলের সর্বকালের বৃহত্তম অস্ত্র চুক্তি ছিল এবং এর মাঝে পোল্যান্ডে দক্ষিণ কোরিয়ার রকেট লঞ্চার এবং জঙ্গি জেট সরবরাহ অন্তর্ভুক্ত ছিল।

ইউন এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “পোল্যান্ডের দক্ষিণ কোরিয়ার অতিরিক্ত অস্ত্র অন্তঃভুক্তির পরিকল্পনার বিষয়ে আমরা একমত হয়েছি”। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

বৃহস্পতিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডার সঙ্গে বৈঠকে ইউন পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষাসহ কৌশলগত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণকে স্বাগত জানান।

ডুডা বলেন, পোল্যান্ড চায় দক্ষিণ কোরিয়ার অস্ত্র তার দেশের ভেতরে উৎপাদন করতে অন্যদিকে ইউন বলেন,দুই নেতা পারস্পরিক লাভজনক উপায়ে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে সম্মত হয়েছেন।

ডুডা বলেন, “আমরা আশা করি যে আমরা কেবল মাত্র দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আমাদের সৈন্যদের জন্য নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কিনব না বরং এগুলো পোল্যান্ডেও উৎপাদিত হবে।”

XS
SM
MD
LG