অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ৮৬ জনকে উদ্ধার করেছে স্পেন


ইতালির ক্রোটোনের কাছে সমুদ্রতীরে মারাত্মক নৌকাডুবির পর উদ্ধারকৃত নৌকার অবশিষ্টাংশ। ২৮ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।
ইতালির ক্রোটোনের কাছে সমুদ্রতীরে মারাত্মক নৌকাডুবির পর উদ্ধারকৃত নৌকার অবশিষ্টাংশ। ২৮ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

সোমবার স্প্যানিশ কর্তৃপক্ষ ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা থেকে ৮৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি সেনেগালের বলে মনে হচ্ছে। একটি সহায়তা গোষ্ঠী জানায়, আফ্রিকার দেশ থেকে তিনটি নৌকা ৩০০ জনের বেশি মানুষ নিয়ে নিখোঁজ হয়েছে। এর পরেই কর্তৃপক্ষ ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ৮৬ জনকে উদ্ধার করে।

স্পেনের এজেন্সি জানিয়েছে, সাব-সাহারান বংশোদ্ভূত ৮০ জন পুরুষ এবং ছয়জন নারীকে উদ্ধার করা হয়েছে এবং সোমবার সন্ধ্যায় তারা স্পেনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি আরও বলেছে, এটি ক্যানারি দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আফ্রিকার মধ্যে আটলান্টিকে যাত্রা করা নৌকাগুলোকে এখনো নিখোঁজ অন্যান্য নৌকার সন্ধানে সতর্ক করেছে।

ওয়াকিং বর্ডার্স অনুসারে, আটলান্টিক মহাসাগর দিয়ে অভিবাসন রুটটি বিশ্বের সবচেয়ে মারাত্মক রুট। ২০২৩ সালের প্রথমার্ধে প্রায় ৮০০ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টা করা মানুষদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে। ২০২০ সালে ২৩ হাজারের বেশি অভিবাসী ক্যানারিতে পৌঁছেছে যা সর্বোচ্চ সংখ্যা। এই বছরের প্রথম ছয় মাসে ৭ হাজারের বেশি অভিবাসী এবং শরণার্থী ক্যানারিতে পৌঁছেছে।

গত মাসে ভূমধ্যসাগরে ইউরোপগামী অভিবাসীদের সবচেয়ে মারাত্মক একটি নৌকাডুবি ঘটে। এতে গ্রিসের উপকূলের কাছে ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয় বলে ধারণা করা হয়েছিল। বছর পর বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের এই ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে ব্যর্থতার জন্য সমালোচনার ঝড় উঠেছে।

XS
SM
MD
LG