আসন্ন মরসুমে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ইরানের নারীদের। রবিবার এমনটাই জানালেন এক শীর্ষ কর্মকর্তা। প্রসঙ্গত, কিছু ব্যতিক্রমী উপলক্ষ্য ছাড়া নারীদের ফুটবল ম্যাচ দেখতে যাওয়া দীর্ঘদিন নিষিদ্ধ ছিল এই দেশে।
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, "এ বছর এই লীগের অন্যতম বিশেষত্ব হল স্টেডিয়ামে আমরা নারীদের প্রবেশ করতে দেখতে পাব।"
ইরানের শীর্ষ স্তরের ফুটবল লীগের আসন্ন মরসুমের জন্য আয়োজিত এক লাইভ ব্রডকাস্ট চলার সময় তিনি এই কথা বলছিলেন। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী মাসেই।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ফুটবল ও অন্যান্য ক্রীড়া স্টেডিয়াম থেকে নারী দর্শকদের দূরেই রেখেছে ইরান। যদিও কোনও আইন তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করেনি।
ইরানে সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালনকারী ধর্মগুরুরা যুক্তি দিয়েছেন যে পুরুষালি পরিবেশ ও আধা-পোশাক পরিহিত ক্রীড়াবিদদের দৃষ্টি থেকে নারীদের রক্ষা করতে হবে।
ক্রীড়াকেন্দ্রে পরিকাঠামোর অভাবের দিকে আঙুল তুলেছেন কিছু কর্মকর্তা।
তাজ রবিবার বলেন, রাজধানী তেহরান ছাড়া ইস্ফাহান, কেরমান ও আহভাজ শহরের বেশ কিছু স্টেডিয়াম নারীদের হোস্ট করার জন্য ‘প্রস্তুত’।