অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিভল্যান্ডের নাইটক্লাব এলাকায় গুলিবিদ্ধ ৯ জন হাসপাতালে


ক্লিভল্যান্ডের একটি নাইটক্লাবে সেলফি তুলছেন এক তরুণী। (ফাইল ছবি)
ক্লিভল্যান্ডের একটি নাইটক্লাবে সেলফি তুলছেন এক তরুণী। (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের একটি নাইটক্লাব এলাকায় রবিবার ভোরে গুলির ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, ক্লিভল্যান্ডের ওয়্যারহাউস ডিস্ট্রিক্টে রবিবার রাত আড়াইটার দিকে যখন নাইটক্লাবগুলি বন্ধ হচ্ছিল, ঠিক তক্ষুনি একদল লোককে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়। এর পরপরই সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, জেলার সাপ্তাহিক বিবরণের জন্য নিযুক্ত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ নয়জন-কে মেট্রোহেলথ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে তাৎক্ষনিকভাবে কারও অবস্থা বোঝার কোনো উপায় ছিল না।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দারা হাসপাতালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলছেন এবং ভিডিও ও অন্যান্য প্রমাণাদি নিয়ে পর্যালোচনা করছেন। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে, তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে পুলিশ।

XS
SM
MD
LG