গত বছরের অক্টোবরে, একটি শিয়া মাজারে হামলায় জড়িত থাকার অভিযোগে দণ্ডিত দুই ব্যক্তিকে শনিবার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সেই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর শিরাজে শনিবার ভোরে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ঐ ব্যক্তিরা তাদের বিচারের সময় বলেছিলো যে আফগানিস্তানে ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ ছিলো।আর, তারা ঐ মাজারে হামলা চালাতে সহায়তা করেছে।
শিরাজের শাহ চেরাগ (রঃ) এর মাজারে চলানো হামলার সিসিটিভি ফুটেজ রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে। ফুটেজে দেখা যায়, ঐ হামলায় এক বন্দুকধারী আহত হওয়ার পর, হাসপাতালে মারা গেছে।
ইসলামিক স্টেটকে একসময় মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হতো। গোষ্ঠীটি ইরানে এর আগেও বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে; যার মধ্যে রয়েছে, ২০১৭ সালে পার্লামেন্টে এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিতে প্রাণঘাতী জোড়া হামলার ঘটনা।
এই রিপোর্টের জন্য কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।