অ্যাকসেসিবিলিটি লিংক

শরণার্থী শিবিরে হামলার একদিন পর ইসরাইল দুই ফিলিস্তিনিকে হত্যা করল


৭ জুলাই, শুক্রবার পশ্চিম তীরের নাবলুস শহরে হামজা মকবুল ৩২ ও খাইরি শাহীনের (৩৪) শেষকৃত্যের সময় ফিলিস্তিনিরা তাদের মরদেহ বহন করছে।
৭ জুলাই, শুক্রবার পশ্চিম তীরের নাবলুস শহরে হামজা মকবুল ৩২ ও খাইরি শাহীনের (৩৪) শেষকৃত্যের সময় ফিলিস্তিনিরা তাদের মরদেহ বহন করছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী শুক্রবার পশ্চিম তটের বাণিজ্যিক রাজধানী নাবলুসে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।

দু'টি জঙ্গি গোষ্ঠী ঐ দু’জনকে তাদের সংগঠনের সদস্য বলে দাবি করেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ঐ অভিযানের প্রশংসা করেছেন।

ইয়োভ গ্যালান্ট বলেন, “এমন কোনো ফাঁক থাকবে না যা বন্ধ করা হবে না এবং এমন কোনো সন্ত্রাসী থাকবে না যাকে চরম মূল্য দিতে হবে না।”

ইসরাইলের এই অভিযান শুরু হয়েছে জেনিন শরণার্থী শিবিরেইসরাইলের দুই দিনের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ১২ জন ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কয়েক দিন পর।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন,“জনবহুল শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান ও স্থল অভিযান ছিল কয়েক বছরের মধ্যে পশ্চিম তটে সবচেয়ে ভয়াবহ সহিংসতা যার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বেসামরিক নাগরিকদের ওপর। ঐ ঘটনায় ১’শ জনেরও বেশি আহত এবং হাজার হাজার লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে শুক্রবার জেনিন হামলা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

১৯৬৭ সালে ইসরাইল পশ্চিম তট, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নেয়।

XS
SM
MD
LG