অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের  ড্রোন রুশ হয়রানির শিকার : যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রকাশিত ভিডিও থেকে তোলা ছবিটিতে ৫ জুলাই রাশিয়ার একটি এসইউ-৩৫ সিরিয়ার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এমকিউ-৯ রিপার ড্রোনের কাছ দিয়ে উড়তে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রকাশিত ভিডিও থেকে তোলা ছবিটিতে ৫ জুলাই রাশিয়ার একটি এসইউ-৩৫ সিরিয়ার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এমকিউ-৯ রিপার ড্রোনের কাছ দিয়ে উড়তে দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার তিনটি যুদ্ধবিমানের একটি দল বুধবার সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দলের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি মিশনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের তিনটি ড্রোনকে হয়রানি করেছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবম বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্স গ্রিনকেউইচ বলেন, রাশিয়ার জেট বিমানগুলো যুক্তরাষ্ট্রের ড্রোনের সামনে প্যারাসুটের সংগে যুক্ত করে আগুন নিক্ষেপ করেছে।

গ্রিনকেউইচ আরও বলেন, রাশিয়ার এক পাইলট ড্রোনের সামনে দিয়ে জেট বিমানটি ঘুরিয়ে নিয়েছে এবং ইঞ্জিন দিয়ে ধোঁয়া ছেড়েছে যার ফলে ড্রোনের অপারেটরকে ড্রোন বিমানটিকে নিরাপদে পরিচালনার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়েছে।

এক বিবৃতিতে গ্রিনকেউইচ বলেন,“আমরা সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এই বেপরোয়া আচরণ বন্ধ করতে এবং পেশাদার বিমান বাহিনীর কাছ থেকে যা প্রত্যাশিত সেই ধরণের আচরণের মান মেনে চলার আহ্বান জানাচ্ছি। যাতে আমরা আইএসকে স্থায়ীভাবে পরাজিত করার দিকে আবারও আমাদের মনোযোগ দিতে পারি।”

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্পষ্ট করে জানায়নি যে ঐ ঘটনাটি সিরিয়ার কোথায় ঘটেছিল।

ইসলামিক স্টেটকে পরাজিত করার লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে পরামর্শ ও সহায়তা করার জন্য সিরিয়ায় প্রায় ৯’শ আমেরিকান সেনা মোতায়েন রয়েছে।

প্রতিবেদনটির কিছু তথ্য নেয়া হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপি থেকে।

XS
SM
MD
LG