অ্যাকসেসিবিলিটি লিংক

ছবিতেঃ খেলার মাঠে তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) নিজ শহর চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, “আফগানিস্তানের বিপক্ষে আমি গতকাল (বুধবার) যে ম্যাচটি খেলেছি তা আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ”।

তামিম বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তটি বিবেচনা করছি এবং আমার পরিবারের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি”।

গণমাধ্যমকে বিষয়টি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী বাংলাদেশের ক্রিকেটের এই তারকা।

তামিম বলেন, “যুব দল থেকে শুরু করে জাতীয় দল, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। আমার বেশি কিছু বলার নেই। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় আমার ১০০ শতাংশই দিয়েছি। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলা শুরু করি। জানি না কতটুকু অর্জন করতে পেরেছি”।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ যাত্রায় সমর্থনের জন্য তিনি ভক্তদের ধন্যবাদ জানান।

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে রান (৮৩১৩ রান) ও সেঞ্চুরি (১৪টি) করেছেন তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুসারে, টেস্টে তামিম ৩৮ দশমিক ৮৯ গড় স্কোরে ৫ হাজার ১৩৪ রান করেছেন। এর মধ্যে ৭০ ম্যাচে ১০টি সেঞ্চুরি রয়েছে।

এর আগে গত বছর (১৬ জুলাই) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলা অব্যাহত রেখেছিলেন তামিম।


XS
SM
MD
LG