অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জঙ্গি হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত


ওয়াগাডুগুতে জাতীয় টেলিভিশন স্টেশনের প্রবেশপথ পাহারা দিচ্ছে, বুরকিনা ফাসো বিদ্রোহী সৈন্যরা। ২৪ জানুয়ারী, ২০২২। (ফাইল ছবি)
ওয়াগাডুগুতে জাতীয় টেলিভিশন স্টেশনের প্রবেশপথ পাহারা দিচ্ছে, বুরকিনা ফাসো বিদ্রোহী সৈন্যরা। ২৪ জানুয়ারী, ২০২২। (ফাইল ছবি)

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বুধবার সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে, নিরাপত্তা ও স্থানীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। আরও রক্তপাতের আশঙ্কায় লোকেদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

একজন স্থানীয় কর্মকর্তা এএফপিকে বলেছেন, "সন্ত্রাসীরা আজ ভোরে পূর্বাঞ্চলীয় প্রদেশ গ্নাগ্নার সোরঘায় একটি হামলা চালিয়েছে, এতে নারীসহ প্রায় ১৫ জন বাসিন্দার প্রাণ গেছে।"

একজন বাসিন্দা এবং নিরাপত্তা সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বুরকিনা, বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। দেশটি বছরের পর বছর ধরে জিহাদি বিদ্রোহীদের সাথে লড়াই করে চলেছে। ২০১৫ সালে মালি থেকে ওই বিদ্রোহের শুরু এবং একটি এনজিও’র পরিসংখ্যান অনুসারে এতে দশ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক, সেনা সদস্য এবং পুলিশ নিহত হয়েছে।

এছাড়া, বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ মানুষ।

বিদ্রোহ দমনে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ, গত বছর বুরকিনা ফাসোতে দুটি অভ্যুত্থানের জন্ম দেয়।

সেনাবাহিনী ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত সপ্তাহে বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিদের চারটি হামলায় অন্তত ৪০ জন স্বেচ্ছাসেবক মিলিশিয়া এবং ৩৯ জন নিয়মিত সৈন্য নিহত হয়েছে।

২৬শে জুন কেন্দ্রীয়-নর্ড অঞ্চলে দুটি মারাত্মক সংঘর্ষ হয়, এবং এতে প্রাথমিকভাবে কয়েক ডজন লোক নিহত হয়।

গত ৩০ জুন সেনাবাহিনী জানায়, সানমাতেঙ্গা প্রদেশের নোয়াকাতে যুদ্ধে, পিতৃভূমির প্রতিরক্ষার জন্য সহায়ক বাহিনীর স্বেচ্ছাসেবকদের ৩৩ জন সদস্য মারা গেছে।

সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, প্রায় ৫০ জন সন্দেহভাজন জিহাদিও সংঘর্ষে মারা গেছে। এছাড়া প্রচুর পরিমাণে সামরিক উপকরণ উদ্ধার করা হয়েছে।

XS
SM
MD
LG