অ্যান্ডি মারে বলেছেন, তিনি নাজানিন জাঘারি-র্যাটক্লিফের সাথে একটি আবেগঘন সাক্ষাৎ করেছেন। নাজানিন ছয় বছর ইরানের কারাগারে কাটিয়েছেন। মঙ্গলবার উইম্বলডনে রয়্যাল বক্স থেকে তাকে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যান্ডি।
জাঘারি গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১৬ সালে টেলিভিশনে মারে -কে উইম্বলডন জিততে দেখা তাকে নির্জন কারাবাসের সময় নিজেকে ধরে রাখতে সহায়তা করেছিল। এরপর ব্রিটিশ-ইরানি জাঘারি-র্যাটক্লিফ এবং মারে বন্ধু হয়ে ওঠেন।
তিনি দেশে তার বাবা-মায়ের সাথে দেখা করার সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন এবং গত বছর তার মুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিল।
মারে বলেন, “তিনি এর আগে উইম্বলডনে যাননি।”
সাক্ষাৎকারে জাঘারি-র্যাটক্লিফ বলেছিলেন, কারাগারের কর্মকর্তারা তাকে একটি টিভি দেখার অনুমতি দিয়েছিলেন যেখানে কেবল দুটি চ্যানেল দেখা যেত।
চ্যানেলগুলোর একটিতে ইরানি সোপ অপেরা সম্প্রচার করা হতো, অন্যটি ছিল একটি স্পোর্টস চ্যানেল যেটিতে উইম্বলডনে মারে তার দ্বিতীয় শিরোপা জিতেছিলেন তা প্রদর্শন করা হয়েছিল।
তিনি বলেন, “তারা আমাকে কী দিয়েছে তা তারা জানে না।”
মঙ্গলবার শেষের দিকে তিনি সেন্টার কোর্টে মারেকে দেখতে সক্ষম হন এবং দুইবারের চ্যাম্পিয়ন তাকে হতাশ করেননি।
সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারে ৬-৩, ৬-০, ৬-১ গেমে রায়ান পেনিস্টনের বিরুদ্ধে জয়ী হন।