জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) মামি মিজুতোরি সোমবার (৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বন্যা, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সেরা কিছু অনুশীলন ভাগ করে নেয়ার আহ্বান জানান। দু’জনেই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়ন-এর ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ দুর্যোগ সংক্রান্ত আইন, দুর্যোগ প্রস্তুতির জন্য আন্তঃসংস্থা সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে।” বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্প প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সহায়তা করার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সেন্দাই ফ্রেমওয়ার্কের প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এসআরএসজি ফ্রেমওয়ার্কের মধ্যমেয়াদী স্টক টেকিং অনুশীলনে সরকারের অবদানের কথা তুলে ধরেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিজুতোরি সমগ্র বাংলাদেশের জন্য একটি ভূমিকম্প মডেল বিকাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার জন্য জাতিসংঘের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, বহু-ঝুঁকি প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে, আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশের জন্য একটি বিশ্লেষণ পরিচালনায় সহায়তার প্রস্তাব দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাইক্লোন প্রস্তুতির জন্য কমিউনিটি এনগেজমেন্ট মডেল প্রদর্শনের জন্য অন্যান্য আগ্রহী দেশ থেকে প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানানোর প্রস্তাব দেন।
মিজুতোরি, বাংলাদেশের কমিউনিটি স্বেচ্ছাসেবক-ভিত্তিক সাইক্লোন প্রস্তুতি মডেলটি দেশের অন্যান্য অঞ্চলেও জটিল প্রেক্ষাপটে অনুকরণ করার পরামর্শ দেন। দু'জনেই ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়নের জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রযুক্তির অভাবের জন্য দুঃখ প্রকাশ করেন।
এই বিষয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো সংবেদনশীল করতে, একসঙ্গে কাজ করতে সম্মত হন উভয় পক্ষ।
মিজুতোরি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি জাতিসংঘ এবং এর অংশীদারদের দ্বারা বাস্তবায়নাধীন মাঠ পর্যায়ের কিছু প্রকল্প পরিদর্শন করবেন।