অ্যাকসেসিবিলিটি লিংক

কুরআনের ঘটনার প্রতিবাদে সুইডেনে রাষ্ট্রদূত পাঠাতে বিলম্ব করেছে ইরান


ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান তেহরানে একটি প্রেস ব্রিফিং-এ কথা বলছেন। ২৩ জুন, ২০২২। ফাইল ছবি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান তেহরানে একটি প্রেস ব্রিফিং-এ কথা বলছেন। ২৩ জুন, ২০২২। ফাইল ছবি।

স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পোড়ানোর প্রতিবাদের ইরান সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানো থেকে বিরত থাকবে। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান একথা জানান।

ইসলাম ধর্মের ঈদ-উল-আজহার ছুটির প্রথম দিন বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে এক ব্যক্তি একটি কুরআন ছিঁড়ে পুড়িয়ে ফেলে।

সুইডিশ পুলিশ ওই ব্যক্তিকে জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানির জন্য পবিত্র গ্রন্থ পোড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছে। সংবাদপত্রের এক সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন ইরাকি শরণার্থী হিসেবে বর্ণনা করেছেন এবং এটি নিষিদ্ধ করতে চাইছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার সুইডেনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল। তারা বলেছে এটি সবচেয়ে পবিত্র ইসলামিক পবিত্রতার অবমাননা।

আমিরাব্দুল্লাহিয়ান রবিবার টুইটারে বলেছেন, "যদিও সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়ে গেছে, সুইডিশ সরকার পবিত্র কোরআনের অবমাননা করার অনুমতি ইস্যু করার কারণে তাদের পাঠানোর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।"

যদিও সুইডিশ পুলিশ কুরআন বিরোধী বিক্ষোভের জন্য সাম্প্রতিক বেশ কয়েকটি আবেদন প্রত্যাখ্যান করেছে, আদালত সেই সিদ্ধান্তগুলো বাতিল করেছে। আদালত বলেছে, পুলিশ বাকস্বাধীনতা লঙ্ঘন করেছে।

বুধবারের বিক্ষোভের অনুমতিপত্রে সুইডিশ পুলিশ বলেছে, যদিও এটির ফলে “বিদেশী নীতি সংক্রান্ত পরিণতি থাকতে পারে”, কুরআন পোড়ানোর সাথে সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি এবং ফলাফলগুলো এমন প্রকৃতির ছিল না যে আবেদনটি প্রত্যাখ্যান করা উচিত।

XS
SM
MD
LG