কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত জংশনে শুক্রবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্যান্য যানবাহন ও পথচারীদের চাপা দিলে অন্তত ৪৮ জন নিহত হন।পুলিশ এ কথা জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দুর্ঘটনাস্থলের ধ্বংসচিহ্ন দেখা যায়। এতে, স্তুপকরা বেশকিছু ক্ষতিগ্রস্ত মিনিবাস এবং একটি উল্টে থাকা ট্রাক দেখা যায়। আর তখন, উদ্ধারকর্মীরা সম্ভাব্য আটকে থাকা মানুষদের সন্ধান করছিলেন।
কেরিচো ও নাকুরু শহরের সংযোগ স্থাপনকারী মহাসড়কে এই দুর্ঘটনার পর, স্থানীয় পুলিশ কমান্ডার জেফরি মায়েক এএফপিকে বলেন, “এ পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করতে পারছি। আশঙ্কা করছি আরো দুয়েকজন ট্রাকের নিচে আটকে আছেন।”
তিনি আরো জানান যে আরো ৩০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রিফট ভ্যালির আঞ্চলিক পুলিশ কমান্ডার টম এমবয়া ওদেরো জানান, কেরিচোর দিকে যাওয়ার সময় ট্রাকটি “নিয়ন্ত্রণ হারিয়ে ৮টি যানবাহন, একাধিক মোটরসাইকেলকে ধাক্কা দেয়; আর, সড়কের পাশে থাকা মানুষ, দোকানী ও অন্যান্য কাজে ব্যস্ত মানুষদের চাপা দেয়।”
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লনদিয়ানি জংশন নামের একটি ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এবং অন্য নেতারা দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন।
পরিবহন মন্ত্রী কিপচুমবা মুরকোমেন টূইটারে জানান, উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।
কেনিয়ার জাতীয় পরিবহন ও নিরাপত্তা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছর কেনিয়ায় অন্তত ২১ হাজার ৭৬০ জন মানুষ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এর মধ্যে ৪ হাজার ৬৯০ জন নিহত হন।