অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাস বিপণী কেন্দ্রে ৮ জনের ঘাতককে হত্যার ভিডিও প্রকাশ করেছে পুলিশ


টেক্সাসের অ্যালেনে একটি গণ গুলির পরে একটি বিপণী কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকজন তাদের হাত তুলেছে। ৬মে, ২০২৩। ফাইল ছবি।
টেক্সাসের অ্যালেনে একটি গণ গুলির পরে একটি বিপণী কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকজন তাদের হাত তুলেছে। ৬মে, ২০২৩। ফাইল ছবি।

বুধবার পুলিশ একজন কর্মকর্তার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে তিনি একজন নব্য-নাৎসি বন্দুকধারীকে হত্যা করছেন । ভিডিওটিতে দ্রুত শেষ হওয়া একটি গণ গুলির ঘটনা দেখা যায়। ওই গণ গুলিতে ডালাস এলাকার একটি বিপণী কেন্দ্রে আটজন নিহত এবং সাতজন আহত হয়।

সম্পাদিত সাড়ে পাঁচ মিনিটের ভিডিওটিতে ৩৩ বছর বয়সী মৌরিসিও গার্সিয়ার শেষ মুহূর্তের বিশদ বিবরণ দেখা যায় । ৬ মে অ্যালেন প্রিমিয়াম আউটলেটে একটি এআর- ফিফটিন স্টাইলের রাইফেল থেকে সেই লোকটি বৃষ্টির মতো গুলি ছোঁড়ে।

নিহতদের মধ্যে একটি কোরীয় আমেরিকান পরিবারের তিনজন সদস্য রয়েছেন। এর মধ্যে একটি ৩ বছরের শিশু, দুজন অল্পবয়সী বোন, একজন নিরাপত্তা প্রহরী এবং ভারতের একজন প্রকৌশলী রয়েছেন।

পুলিশ হামলার কারণ জানায়নি।

গুলিবর্ষণ এমন এক বছরে সংগঠিত হলো যখন গণহত্যার নজিরবিহীন গতি দেখা গেছে।

.পুলিশের একটি বিবৃতি অনুসারে, একটি গ্রান্ড জুরি ঐ কর্মকর্তাকে কোনরকম অন্যায় কাজ করা থেকে নিষ্কৃতি দেয়ার একদিন পরে ভিডিওটি প্রকাশ করা হয়। এটি ইঙ্গিত করে যে, “টেক্সাস আইনের অধীনে বলপ্রয়োগ ন্যায়সঙ্গত ছিল।”

বিবৃতিতে অ্যালেন পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে, কর্মকর্তাটির প্রশংসা করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গার্সিয়া বৈধভাবে কেনা আটটি বন্দুকের একটি বিপণী কেন্দ্রে ব্যবহার করেছে।

হত্যাকারীর কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না।

গার্সিয়া তার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বর্ণনা দিয়ে অনলাইনে নানানরকম পোস্ট দিতেন। তিনি গণ-গুলিকে খেলা হিসেবে বর্ণনা করেছেন এবং সবুজ হাইলাইটারে আঁকা স্বস্তিকা দিয়ে চিহ্নিত হাঙ্গার গেমসের বইতে তার বড় নাৎসি ট্যাটু এবং একটি প্রিয় প্যাসেজ দেখানো ছবি পোস্ট করেছেন।

XS
SM
MD
LG