অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় কমপক্ষে ৯ জন নিহত


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলার পর একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ২৫ জুন, ২০২৩।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলার পর একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ২৫ জুন, ২০২৩।

রবিবার ভোরে উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ব্যস্ত সবজির বাজারে একটি বিমান হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে বলে কর্মী এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অ্যাক্টিভিস্ট এবং ব্রিটেন-ভিত্তিক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের শীর্ষ মিত্র রাশিয়া, তুর্কি সীমান্তের কাছে কৌশলগত বিরোধী-নিয়ন্ত্রিত শহর জিসর আল-শুগুর উপর হামলা চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মস্কোর শীর্ষ ভাড়াটে গোষ্ঠী সংক্ষিপ্তভাবে বিদ্রোহ করার একদিন পর এই হামলা চালানো হয়।

হোয়াইট হেলমেট নামে পরিচিত উত্তর-পশ্চিম সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ৩০ জনের বেশি লোক আহত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হেলমেটস-এর আহমেদ ইয়াজিজি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, "আমরা শুনছি গুরুতর আহতরা হাসপাতালে পৌঁছানোর পর মারা যাচ্ছেন। একটি প্রধান সবজির বাজারে হামলার লক্ষ্যবস্তু ছিল, যেখানে উত্তর সিরিয়ার কৃষকরা জড়ো হয়।"

কৃষকরা রক্তাক্ত সবজির ট্রাকে আহতদের হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে পৌঁছে কর্মীরা রক্তদানের জন্য জরুরি আহ্বান জানায়।

সিরিয়া বা রাশিয়া কেউই বিমান হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি, যদিও দামেস্ক বলেছে উত্তর-পশ্চিম প্রদেশে চালানো হামলা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে। সিরিয়ার সরকারপন্থী সংবাদপত্র আল-ওয়াতান একটি অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলেছে, বিমান হামলাটি জঙ্গিদের এবং একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে চালানো হয়েছে।

উত্তর-পশ্চিম সিরিয়ার বেশিরভাগ এলাকাই জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং সেইসাথে তুর্কি-সমর্থিত বাহিনীর হাতে রয়েছে।

XS
SM
MD
LG