অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএই সফরের মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চল সফর শেষ করলেন ইরানের শীর্ষ কূটনীতিক


সংযুক্ত আর আমিরাতের প্রেসিডেন্ট দপ্তরের হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে, আবু ধাবিতে ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের (বামে) সাথে সাক্ষাৎ করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান; ২২ জুন ২০২৩।
সংযুক্ত আর আমিরাতের প্রেসিডেন্ট দপ্তরের হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে, আবু ধাবিতে ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের (বামে) সাথে সাক্ষাৎ করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান; ২২ জুন ২০২৩।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তিন দিনের উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশি আরব দেশগুলো সফর শেষ করেছেন। সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই)) সফর করেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন।

সংযুক্ত আরব আমিরাত সফরের আগে, হোসেন আমির আবদোল্লাহিয়ান কাতার, কুয়েত ও ওমান সফর করেন। বিচ্ছিন্নতা কমাতে এবং অর্থনৈতিক উন্নয়ন ও শক্তি প্রদর্শনের লক্ষ্যে, এটা তেহরানের নেয়া সর্বসাম্প্রতিক পদক্ষেপ।

সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বৃহস্পতিবার তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে, আবু ধাবিতে এক বৈঠকে “দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর উপায়” নিয়ে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রক বলেছে, আমির আবদোল্লাহিয়ান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পক্ষ থেকে শেখ মোহাম্মেদ-কে ইরান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ডব্লিউএএম জানিয়েছে, পরে তিনি, তার আমিরাতের সমপক্ষ শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী “সহযোগিতা ও অংশীদারিত্ব ভিত্তিক বহুপাক্ষিক কর্ম-উদ্যোগের বিষয়ে একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার তাৎপর্যের ওপর” গুরুত্ব আরোপ করেন।

এই সফরে, দুই দেশের মধ্যে বিমান পরিবহন পরিষেবা সম্প্রসারণ এবং বাণিজ্য ও পর্যটন সুযোগ বৃদ্ধি বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে ইরান ও ইউএই ।

ইয়েমেন ও সিরিয়া সংঘাতের কারণে ইরানের সঙ্গে সম্প্রতিক বছরগুলোতে সৃষ্ট উত্তেজনা হ্রাস করতে চাইছে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো।

এক নাটকীয় মোড় বদলের মধ্যে, বেশ কয়েক বছরের বিচ্ছিন্নতার পর, ইরান ও সৌদি আরবের মধ্যে আবার সম্পর্ক স্থাপনের লক্ষ্যে, মার্চ মাসে চীনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

গত সপ্তাহে ইরান জানিয়েছে, তারা ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করেছে। আলোচ্যসূচিতে রয়েছে; পারমাণবিক ইস্যু, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য বন্দী-বিনিময়।

XS
SM
MD
LG