অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজে মোদীর আগমনকে ঘিরে আড়ম্বরপূর্ণ পরিবেশ


ওয়াশিংটনে হোয়াইট হাউজের দক্ষিণ লনে রাষ্ট্রীয় আগমন অনুষ্ঠানের সময় ব্লু রুম ব্যালকনি থেকে ফার্স্ট লেডি জিল বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট জো বাইডেন হাত নাড়াচ্ছেন। ২২ জুন, ২০২৩।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের দক্ষিণ লনে রাষ্ট্রীয় আগমন অনুষ্ঠানের সময় ব্লু রুম ব্যালকনি থেকে ফার্স্ট লেডি জিল বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট জো বাইডেন হাত নাড়াচ্ছেন। ২২ জুন, ২০২৩।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউজে বৃহস্পতিবার একটি আড়ম্বরপূর্ণ, পরিপূর্ণ আলোচনার দিনে দুই দেশের অংশীদারিত্বের শক্তির ওপর জোর দিয়েছেন।

রাশিয়ার সাথে দ্বন্দ্ব এবং চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশকে আকৃষ্ট করার জন্য প্রশাসন এই সফরটির বিস্তারিত পরিকল্পনা করে।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারত "প্রায় প্রতিটি মানবিক প্রচেষ্টায় সহযোগিতা করছে।" তিনি মোদির সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, যা ভারতীয় নেতার জন্য একটি বিরল ঘটনা।

বাইডেন বলেন, সহযোগিতার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে, স্বাস্থ্য নির্ণয়ের প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, পরিচ্ছন্ন জ্বালানী স্থানান্তর এবং জলবায়ু সংকট প্রশমন। বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারত "ভুল তথ্য ও নিপীড়নের হাতিয়ার" হিসাবে তাদের ব্যবহার এড়াতে, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তিগুলিতে "সমন্বিত দক্ষতা" ব্যবহার করছে।

বাইডেন বলেন, দুই দেশ সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন, অগ্রগামী টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং আরও যৌথ মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার, প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত সামরিক সমন্বয়ের জন্য সহযোগিতা দ্বিগুণ করছে।

বাইডেন বলেছেন, তিনি মোদির সাথে "ইউক্রেনে রাশিয়ার নৃশংস যুদ্ধের ফলে মানবিক ট্র্যাজেডিগুলি প্রশমিত করার এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর জাতিসংঘের সনদের মূল নীতিগুলি রক্ষা করার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।"

ভারত, রাশিয়ার অস্ত্রের একটি বড় আমদানিকারক, দেশটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সমালোচনা করতে নারাজ।

মোদি এর পরিবর্তে গ্লোবাল সাউথের উপর লড়াইয়ের নেতিবাচক প্রভাবের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি একজন দোভাষীর মাধ্যমে বলেন, "আমরা বিশ্বাস করি, এই সমস্যাগুলি সমাধান করার জন্য, সমস্ত দেশের ঐক্যবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, ভারত সংঘাতের অবসান ঘটাতে, আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে।

"বৈষম্যের একেবারেই কোন স্থান নেই," উল্লেখ করে তিনি বলেন, তার দেশের মূল নীতি হচ্ছে, "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস", যার অর্থ "সকলের বিকাশের জন্য, সকলের বিশ্বাসের সাথে একসাথে।"

এই সপ্তাহের শুরুর দিকে, ৭০ জনেরও বেশি আমেরিকান আইন প্রণেতার একটি দল বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে তাঁরা মোদীর সাথে মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলার আহ্বান জানান।

চিঠিতে স্বাক্ষরকারীদের একজন সিনেটর বেন কার্ডিন ভিওএ-কে বলেন, "যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে আমাদের অবশ্যই এটিকে আমাদের মূল্যবোধের মধ্যে আবৃত করতে হবে এবং ভারতকে তার নিজের নাগরিকদের মানবাধিকার রক্ষার জন্য আরও অনেক কিছু করতে হবে।"

এর আগে বৃহস্পতিবার, বাইডেন হোয়াইট হাউজের সাউথ লনে একটি সম্পূর্ণ অনার গার্ড অনুষ্ঠান এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্যালুট দিয়ে মোদীকে স্বাগত জানিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক "২১ শতকের সংজ্ঞার মধ্যে পড়ে"।

প্রায় ৭,০০০ ভারতীয় আমেরিকানকে অনুষ্ঠানটি দেখার জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সময়, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও উপস্থিত ছিলেন, যার মা শ্যামলা গোপালন ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে ডক্টরেটের জন্য অধ্যয়নের জন্য ভারত ছেড়েছিলেন।

পরে ওভাল অফিসে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের আগে, বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে ১০ বছর আগে মোদির সাথে তার প্রথম সফরের কথা উল্লেখ করেন। তিনি সে সময় বলেছিলেন, ওয়াশিংটন এবং নয়াদিল্লিকে ছোট ছোট ধাপে একটি সম্পর্ক গড়ে তুলতে হবে।

বাইডেন বলেন, "গত ১০ বছরে, সেই ছোট পদক্ষেপগুলি বড় অগ্রগতিতে রূপান্তরিত হয়েছে।"

বুধবার রাতে, মোদি হোয়াইট হাউজে বাইডেন এবং ফার্স্ট লেডির সাথে একটি একান্ত নৈশভোজ উপভোগ করেন এবং উপহার বিনিময় করেন। এর আগে বুধবার, জিল বাইডেন মোদিকে নিয়ে গিয়েছিলেন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শনে এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের শিক্ষার্থী ও শিক্ষাবিদদের সাথে তিনি আলোচনা করেন।

প্রশাসন এইচ-১বি ভিসা প্রোগ্রামের মাধ্যমে ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করা সহজ করে তুলবে বলে জানা গেছে।

বৃহস্পতিবারের অনুষ্ঠানগুলি হোয়াইট হাউজে একটি রাষ্ট্রীয় নৈশভোজের মাধ্যমে শেষ হচ্ছে যেখানে মোদীকে একজন নামী রন্ধনশিল্পীর তৈরি একটি সুস্বাদু নিরামিষ খাবার পরিবেশন করা হয়।

XS
SM
MD
LG