অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যানারি আইল্যান্ডস যাওয়ার পথে নৌকা ডুবে ৩০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা


মরক্কো এবং পশ্চিম সাহারা
মরক্কো এবং পশ্চিম সাহারা

বুধবার স্পেনের ক্যানারি আইল্যান্ডস-এর দিকে যাত্রা করা ছোট একটি নৌকা ডুবে যাওয়ার পরে ৩০ জনের বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অভিবাসন কেন্দ্রিক দুটি সংস্থা একথা জানায়। তারা জাহাজের যাত্রীদের উদ্ধারে আরও আগে হস্তক্ষেপ না করার জন্য স্পেন এবং মরক্কোর সমালোচনা করেছে।

ওয়াকিং বর্ডার্স এবং অ্যালার্ম ফোন নামের দলগুলো জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৬০ জন মানুষ ছিল। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস ডিঙ্গির দুজন যাত্রী, একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে, মরক্কোর একটি টহল নৌকা ২৪ জনকে উদ্ধার করেছে।

জাহাজটিতে কতজন মানুষ ছিল বা কতজন নিখোঁজ হতে পারে তা স্পেন বা মরক্কোর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

বিশদ বিবরণ না দিয়ে ওয়াকিং বর্ডারের মুখপাত্র হেলেনা ম্যালেনো একটি টুইটে জানান, ৩৯ জন ডুবে গেছে। অন্যদিকে অ্যালার্ম ফোন বলেছে, ৩৫ জন নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনাটি অভিবাসী অধিকার কর্মীদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। তারা বলেছে, নৌকাটি আন্তর্জাতিক আইনের অধীনে স্পেনের অনুসন্ধান এবং উদ্ধার অঞ্চলে ছিল। এর মানে রাবাতের পরিবর্তে মাদ্রিদের অভিযানের নেতৃত্ব দেয়া উচিত ছিল।

ইইউ বলেছে, এটি এবং সদস্য দেশগুলো একটি “কার্যকর, মানবিক এবং নিরাপদ” ইউরোপীয় অভিবাসন নীতি প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করছে।

আটলান্টিক অভিবাসন রুট বিশের সবচেয়ে মারাত্মক রুট। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ক্যানারি আইল্যান্ডস উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ২০২২ সালে ২২ শিশুসহ কমপক্ষে ৫৫৯ জন মারা গেছে।

সাধারণত এই রুটটি ব্যবহার করে সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা আসে।

XS
SM
MD
LG