অ্যাকসেসিবিলিটি লিংক

খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ ১৭ জন নিহত, জানালেন সুদানের কর্মকর্তারা


লোকজন খার্তুমের সংলগ্ন এলাকায় রান্না করছেন। শুক্রবার, ১৬ জুন, ২০২৩।
লোকজন খার্তুমের সংলগ্ন এলাকায় রান্না করছেন। শুক্রবার, ১৬ জুন, ২০২৩।

সুদানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে রাজধানী খার্তুমে এক বিমান হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। প্রসঙ্গত উল্লেJgw যে , দেশের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে।

খার্তুম শহরাঞ্চল ও সুদানের অন্যত্র সেনা ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ নামে পরিচিত শক্তিশালী আধা-সামরিক গোষ্ঠীর মধ্যে যতগুলো মারাত্মক সংঘর্ষ হয়েছে এটি তার মধ্যে অন্যতম।

এই হামলা বিমান নাকি ড্রোন থেকে করা হয়েছে তা স্পষ্ট নয়। সেনাবাহিনীর বিমান বার বার আরএসএফ বাহিনীকে নিশানা করেছে এবং আরএসএফও সেনার বিরুদ্ধে ড্রোন ও বিমান-ধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে বলে জানা গিয়েছে।

এপ্রিলের মাঝামাঝি এই সংঘাত শুরু হয়েছিল সুদানে। যত সময় গড়িয়েছে সামরিক বিভাগ ও আরএসএফের নেতাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সুদানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে শনিবারের হামলা ঘটে খার্তুমের দক্ষিণাঞ্চলের ইয়ারমুক এলাকায়। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে এখানেই সংঘর্ষ কেন্দ্রীভূত হয়েছে। এই এলাকায় সেনা নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি রয়েছে। ফেসবুকে এক পোস্টে ওই মন্ত্রক লিখেছে, অন্তত ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন শিশু, কয়েকজন নারী ও বয়স্ক মানুষ। কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমার্জেন্সি রুম নামে পরিচয় দেওয়া স্থানীয় এক সংগঠন এই এলাকায় মানবিক সাহায্য পৌঁছে দিতে সাহায্য করছে। তারা বলেছে, এই হামলায় অন্তত ১১ জন ব্যক্তি আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও ধ্বংসাবশেষের মধ্যে মানুষের জিনিসপত্র খোঁজার ছবি পোস্ট করেছে তারা।

এক বিবৃতিতে আরএসএফ দাবি করেছে, সেনার বিমান এই এলাকায় বোমা ফেলে বেসামরিক নাগরিকদের হত্যা ও জখম করেছে। তাদের আরও দাবি, তারা সেনাবাহিনীর একটি মিগ লড়াকু বিমান নামিয়েছে। এই আধা-সামরিক গোষ্ঠীটির দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সেনাবাহিনীর মুখপাত্র কোনও সাড়া দেননি।

XS
SM
MD
LG