যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তিনি চীনের সাথে একটি "সুস্থ ও পরিপক্ক" সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টাকে সমর্থন করেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক শনিবার একথা জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সর্বোচ্চ কোনও কর্মকর্তা হিসেবে ব্লিংকেন রবিবার বেইজিংয়ে পৌঁছাচ্ছেন। সফরের আগে তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সাথে একটি টেলিফোন সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক এবং উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেন।
ব্লিংকেন এবং পার্ক , যাকে তারা মনে করেন উত্তর কোরিয়ার বারবার উস্কানি, তার তীব্র নিন্দা করেছেন। মন্ত্রক বলেছে এবং সম্মত হয়েছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উচিত চীনকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গঠনমূলক ভূমিকা পালনের জন্য অনুরোধ অব্যাহত রাখার। বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরকে যেভাবে মোকাবিলা করে, তাতে পাঁচ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর কোন বড় রকমের অগ্রগতি সাধনে সমর্থ হবে।ব্লিংকেন শুক্রবার বলেছেন, তাঁর এই ভ্রমণের লক্ষ্য হবে দুই দেশের মধ্যে "উন্মুক্ত এবং শক্তিশালী " যোগাযোগ স্থাপন করা।