পশ্চিম আফ্রিকার দেশ মালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আবদুলায়ে ডিওপ শুক্রবার তার দেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ডিওপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, মালি তাদের দেশে বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন বা জাতিসংঘের বাহিনী মিনুসমা-কে, "অনতিবিলম্বে" অপসারণ করতে চায়।
মন্ত্রী বলেন, "মালিতে শান্তি, পুনর্মিলন এবং জাতীয় ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এমন গুরুতর অভিযোগের দ্বারা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনাকে আরও উস্কে দিয়ে মিনুসমা বরং সমস্যার অংশ হয়ে উঠেছে।"
ডিওপ পরিষদকে বলেন, "এই পরিস্থিতি মালির জনগণের মধ্যে অবিশ্বাসের জন্ম দিচ্ছে। পাশাপাশি, মালির কর্তৃপক্ষ এবং মিনুসমা-এর মধ্যে আস্থার সংকট সৃষ্টি করছে।"
২০১২ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশটি বিদ্রোহের মুখোমুখি হয়েছে। ২০১৩ সালে জাতিসংঘের তরফ থেকে দেশটিতে শান্তিরক্ষা মিশন মোতায়েন করা হয়, কিন্তু তারপরও অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।