অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে: দক্ষিণ কোরিয়া 


ফাইল ফটোঃ দক্ষিণ কোরিয়ার সোল রেলওয়ে স্টেশনে ৩১ মে সংবাদ অনুষ্ঠানের সময় একটি টিভি স্ক্রিনে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ দেখানো হয়।
ফাইল ফটোঃ দক্ষিণ কোরিয়ার সোল রেলওয়ে স্টেশনে ৩১ মে সংবাদ অনুষ্ঠানের সময় একটি টিভি স্ক্রিনে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ দেখানো হয়।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার তাদের পূর্ব উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ গোলাবারুদ সহযোগে যে মহড়া করে তার বিরুদ্ধে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলউত্তর কোরিয়া, তবে তারা পাল্টাজবাব কি হবে তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করেনি। বৃহস্পতিবারের নিক্ষেপটি ছিল এই বছরের সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

উত্তর কোরিয়া গত মাসে একটি স্পাই উপগ্রহ উৎক্ষেপণের ব্যর্থ চেষ্টা করেছিল।

প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG