অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন সালিভানকে টোকিওতে পাঠাচ্ছেন; লক্ষ্য জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা


হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

প্রেসিডেন্ট জো বাইডেন জাপান, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার সমকক্ষদের সাথে আলোচনার জন্য এই সপ্তাহে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানকে টোকিওতে পাঠাচ্ছেন।

হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, জাপানে থাকাকালীন সালিভান "জাপানি, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ত্রিপক্ষীয় বৈঠকে প্রথমবারের মতো” অংশ নেবেন।

হোয়াইট হাউজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সালিভানের দুদিনের সফর সম্পর্কে খুব সামান্য বিবরণ দিয়েছে, বলেছে সালিভান এবং তার সমকক্ষরা "বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতাকে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করবেন।"

যুক্তরাষ্ট্র, জাপান এবং ফিলিপাইনের উপকূলরক্ষী জাহাজগুলি এই মাসের শুরুর দিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে জলে আইন প্রয়োগের মহড়া করার পরে সালিভানের এই সফর হতে যাচ্ছে। চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ওয়াশিংটন এশিয়ায় জোটকে শক্তিশালী করার প্রচেষ্টা জোরদার করেছে।

ওয়াশিংটন কৌশলগত দক্ষিণ চীন সাগরের কোন দাবি রাখে না, যেখানে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাই কয়েক দশক ধরে উত্তেজনাপূর্ণ আঞ্চলিক মধ্যে আটকে আছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে নৌযান চলাচল এবং ওভারফ্লাইটের স্বাধীনতা এবং ব্যস্ত জলপথে বিরোধের শান্তিপূর্ণ সমাধান তার জাতীয় স্বার্থ।

XS
SM
MD
LG