অ্যাকসেসিবিলিটি লিংক

প্রযুক্তি জলবায়ু সংকট দূর করবে এমন দাবির প্রতি সন্দিহান থাকার আহ্বান জানালেন জন কেরি


ফাইল ছবি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বার্তাসংস্থা এপির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছেন (১৬ এপ্রিল, ২০২৩)
ফাইল ছবি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বার্তাসংস্থা এপির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছেন (১৬ এপ্রিল, ২০২৩)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি তেল ও গ্যাস উৎপাদকদের একটি দাবির বিষয়ে “অত্যন্ত সন্দিহান” হওয়ার আহ্বান জানিয়েছেন। উৎপাদকদের দাবি, উদীয়মান প্রযুক্তির ফলে খুব শিগগির মানুষ গাড়ি, উড়োজাহাজ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে জলবায়ুর জন্য ক্ষতিকারক ধোঁয়া নিঃসরণে রাশ টানতে সক্ষম হবে।

কার্বন-ক্যাপচার প্রযুক্তির ভবিষ্যৎ উপযোগিতা নিয়ে কেরি বার্তাসংস্থা এপিকে জানান, এটি “একটি বড় প্রশ্নবোধক চিহ্ন”। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতি এড়াতে কার্বনের নিঃসরণ কমিয়ে আনার বৈশ্বিক আলোচনা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে নতুন এই প্রযুক্তি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে বিবৃতি দেওয়ার পর কেরি এপিকে আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত না এর কার্যকারিতার প্রমাণ পাওয়া যাচ্ছে, আমরা এটি (নতুন প্রযুক্তি) নিয়ে অত্যন্ত সন্দিহান থাকতে চাই।“ তিনি আরও বলেন, “জলবায়ুতে যে পরিমাণ জীবাশ্মভিত্তিক কার্বন (এবং মিথেনসহ তেল ও গ্যাস খাত থেকে জলবায়ুর জন্য ক্ষতিকারক অন্যান্য গ্যাস) মিশে যাচ্ছে, তাতে আমরা আর এ বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মতো অবস্থানে নেই”।

তিনি জানান, এর অর্থ এমন নয় যে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং তেল ও গ্যাস উৎপাদকরা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা থামিয়ে দেবেন। “এতে যদি কাজ হয়, তাহলে ঠিক আছে। কিন্তু আপনারা জানেন…আমরা ৩০ বছর ধরে পরিবেশবান্ধব কয়লার কথা শুনে আসছি, সেটা কী কাজ করছে?” বলেন কেরি।

কেরি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেন, “এটা এখন প্রশ্নাতীত—তর্কের ঊর্ধ্বে—যে জলবায়ু সংকট আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির অন্যতম। এবং এটা শুধু উন্নত বিশ্বেই নয়, বরং গোটা বিশ্ব ও সকল প্রাণীর জন্য।”

XS
SM
MD
LG