অ্যাকসেসিবিলিটি লিংক

বিশেষজ্ঞরা বলছেন থাই সরকারের নেতৃত্ব লাভের বিষয়টি জোটের জন্য এখনও অনিশ্চিত


ফাইল ছবি- মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত ব্যাংককে জোটের অংশীদারদের সাথে পার্টির চুক্তি ঘোষণা করার জন্য এক সংবাদ সম্মেলনে যোগ দেন। ২২ মে, ২০২৩।
ফাইল ছবি- মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত ব্যাংককে জোটের অংশীদারদের সাথে পার্টির চুক্তি ঘোষণা করার জন্য এক সংবাদ সম্মেলনে যোগ দেন। ২২ মে, ২০২৩।

থাইল্যান্ডের ঐতিহাসিক নির্বাচনের পর মাত্র কয়েক সপ্তাহ পার হয়েছে। ঐ নির্বাচনে বিরোধী দলের বিজয় একেবারে নিশ্চিত ছিল। তবে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে নির্বাচনে বিজয়ীরা কখনও দেশ শাসন করার সুযোগ পাবেন কিনা।

অনেক থাই নাগরিকের জন্য, এই নির্বাচনটি ছিল নতুন একটি রাজনৈতিক যুগের শুরু এবং সামরিক শাসন, নাগরিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার কারণে কয়েক বছর ধরে চলতে থাকা অস্থিতিশীলতার অবসান।

পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য কয়েক লক্ষ লোক পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বে কমলা রঙের মুভ ফরোয়ার্ড পার্টিকে বেছে নেয়।

অন্য সব দলকে পেছনে ফেলে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে বিজয়ী হয় পিটা লিমজারোয়েনরাতের দল। এরপর মোট ৩১২টি আসন পেতে আগের বিজয়ী ফেউ থাই সহ আরও সাতটি বিরোধী দলের সাথে একটি জোট গঠন করে।

কিন্তু সরকার গঠনের জন্য দলটিকে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসন এবং ২৫০ আসনের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে যার সদস্যদের নিযুক্ত করে সামরিক বাহিনী । প্রয়োজনীয় মোট ৩৭৬টি আসন পাওয়ার জন্য যথেষ্ট সিনেটরদের সমর্থন পাবে কিনা তা দেখার জন্য দলটি এখনও অপেক্ষা করছে।

XS
SM
MD
LG