অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর মালিতে হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত, গুরুতর আহত ৮ জন


মালির টিম্বাক্টু
মালির টিম্বাক্টু

জাতিসংঘ জানিয়েছে, মালির টিম্বাকটু অঞ্চলে শুক্রবার হামলাকারীরা একজন জাতিসংঘ শান্তিরক্ষী-কে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। এটা এমন এক অঞ্চল, যেখানে চরমপন্থীদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জানিয়েছেন, শান্তিরক্ষীরা বের শহরে নিরাপত্তা টহলের অংশ ছিলেন। তাদের ওপর প্রথম ইম্প্রোভাইজড এক্সপেলাসিভ ডিভাইস (আইএডি) দিয়ে হামলা চালানো হয়। পরে তাদের ওপর সরাসরি গুলি চালানো হয়।

দুজারিক আরো বলেন, জাতিসংঘ এবং মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান এল-ঘাসিম ওয়েন এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কাইতা’র বিরুদ্ধে এক সামরিক অভ্যুত্থানের পর, ২০২০ সাল থেকে সামরিক জান্তা মালি শাসন করছে। ২০১৩ সাল থেকে আল-কায়দা ও ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীগুলোর হামলায় দেশটি অস্থিতিশীলতার মধ্যে রয়েছে।

মালির উত্তরাঞ্চলে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করছিলো ফ্রান্স ও এর ইউরোপীয় অংশিদাররা। ২০২১ সালে, রাশিয়ার ওয়াগনার গোষ্ঠীর কাছ থেকে সামরিক জান্তা ভাড়াটে সৈন্য আনার পর ফ্রান্স ও তার ইউরোপীয় সহযোগীরা এই দেশ থেকে নিজেদের সরিয়ে নেয়।

যুক্তরাষ্ট্র এপ্রিলে মালির সামরিক সরকারকে সতর্ক করেছিলো যে, পশ্চিম আফ্রিকার দেশটি যদি পর্যবেক্ষণ-ড্রোন চালানোসহ বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এবং শান্তির লক্ষ্যে ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক প্রতিশ্রতি পূরণ না করে; তবে সেখানে ১৫ হাজারের বেশি শান্তিরক্ষীকে মোতায়েন রাখা জাতিসংঘের জন্য ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ হবে।

এই সতর্ক বার্তা তখন এলো, যখন নিরাপত্তা পরিষদ মালির শান্তিরাক্ষা মিশনের ভবিষ্যত নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস প্রস্তাবিত তিনটি বিকল্প বিবেচনা করছিলো। বিকল্পগুলো হলো; মিশনের আকার বৃদ্ধি করা, উপস্থিতি হ্রাস করা অথবা সেনা ও পুলিশ প্রত্যাহার করে একে রাজনৈতিক মিশনে রূপান্তরিত করা। জাতিসংঘের মালি মিশনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।

দুজারিক জানান, শুক্রবার নিহত শান্তিরক্ষী হলেন এই বছর মালিতে নিহত নবম ব্যক্তি।

তিনি বলেন,”এই মর্মান্তিক ক্ষতি কঠোরভাবে মনে করিয়ে দিচ্ছে যে, মালিতে এবং বিশ্বের অন্যান্য জায়গায় শান্তিরক্ষীরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছেন। অথচ, তারা মালির জনগণকে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে দিতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।”

XS
SM
MD
LG