অ্যাকসেসিবিলিটি লিংক

সার্বদের ইইউ এবং নেটোতে যোগদানের জন্য আরও স্বায়ত্তশাসন দিতে হবে কসোভোকে :যুক্তরাষ্ট্রের দূত


নেটো কসোভো ফোর্স (কেএফওআর) সৈন্যরা কসোভোর জেভেকান শহরে তারের কাঁটাতারের বেড়ার পেছনে পাহারা দিচ্ছে। ৫ জুন, ২০২৩।
নেটো কসোভো ফোর্স (কেএফওআর) সৈন্যরা কসোভোর জেভেকান শহরে তারের কাঁটাতারের বেড়ার পেছনে পাহারা দিচ্ছে। ৫ জুন, ২০২৩।

কসোভো যদি নেটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের কাছাকাছি যেতে চায় তাহলে দেশের উত্তরে সার্ব সংখ্যাগরিষ্ঠ পৌর অঞ্চলগুলিকে বৃহত্তর স্বায়ত্তশাসন দিতে হবে। বুধবার পশ্চিম বলকানে যুক্তরাষ্ট্রের দূত একথা বলেন।

এপ্রিল মাসের নির্বাচনে মাত্র ৩ দশমিক ৫ শতাংশ ভোটে নির্বাচিত হওয়ার পরে কসোভো কর্তৃপক্ষ পৌরসভার কার্যালয়ে জাতিগোষ্ঠীগত আলবেনীয় মেয়রদেরকে বসানোর পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই নির্বাচন উত্তরাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ সার্বদেরকে ক্ষুব্ধ করে। তারা এটি বর্জন করেছিল।

দূত গ্যাব্রিয়েল এসকোবারও কসোভোকে সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে তাদের কার্যালয় থেকে পুলিশ এবং মেয়রদেরকে প্রত্যাহার করার জন্য উত্তেজনা কমাতে এবং তারপরে নতুন পৌরসভা নির্বাচন আয়োজন করার আহ্বান জানান যেখানে সার্বরা অংশগ্রহণ করবে।

কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি বুধবার এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন, তার দেশ সার্ব সংখ্যাগরিষ্ঠ পৌরসভাগুলোতে নতুন নির্বাচন শুরু করতে পারে যদি ২০ শতাংশ ভোটার তা চেয়ে আবেদনে স্বাক্ষর করেন।

সার্বিয়া উত্তর কসোভোতে প্রায় ৫০ হাজার সার্বকে আর্থিক এবং রাজনৈতিকভাবে সমর্থন করে। এসকোবার আরও বলেন, এই অঞ্চলের সার্বরা নতুন নির্বাচনে অংশ নিয়েছে- এটি নিশ্চিত করতে হবে।

উত্তর কসোভোর সার্বরা গত ডিসেম্বরে দেশটির প্রতিষ্ঠানগুলি ত্যাগ করে। তারা ২০১৩ সালের ইইউ অর্থায়ন চুক্তির বিধানের অধীনে বৃহত্তর স্বায়ত্তশাসন চায়। চুক্তিটি সার্ব পৌরসভার একটি সমিতি গঠনের পরিকল্পনা করেছিল।

২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীনতা ঘোষণা করে, নেটোর বোমা হামলার প্রায় এক দশক পরে সার্বিয়ান সেনাবাহিনী এবং পুলিশকে ভূখণ্ড থেকে সরিয়ে দেয়। সার্বিয়া এখনো কসোভোকে তার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বলে মনে করে।

XS
SM
MD
LG