অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিন্স হ্যারি ব্রিটিশ ট্যাবলয়েড প্রকাশকের বিরুদ্ধে মামলার শুনানির প্রথম দিনে অনুপস্থিত


গণমাধ্যম প্রিন্স হ্যারির প্রত্যাশিত আগমনের জন্য লন্ডনে হাইকোর্টের বাইরে অপেক্ষা করছে। ৫ জুন, ২০২৩।
গণমাধ্যম প্রিন্স হ্যারির প্রত্যাশিত আগমনের জন্য লন্ডনে হাইকোর্টের বাইরে অপেক্ষা করছে। ৫ জুন, ২০২৩।

ডেইলি মিরর-এর প্রকাশকের বিরুদ্ধে প্রিন্স হ্যারির মামলার শুনানিতে সোমবার তিনি আদালতে উপস্থিত না থাকা অবস্থায়ই শুরু হয়- বিচারক এ নিয়ে সন্তুষ্ট ছিলেন না।

হ্যারির আইনজীবী বলেছেন, ডিউক অফ সাসেক্স শুরুর বিবৃতিগুলোর পরে সাক্ষ্য দিতে উপস্থিত থাকবেন না। কারণ তিনি রবিবার তার ২ বছর বয়সী কন্যা লিলিবেটের জন্মদিনের পরে লস অ্যাঞ্জেলস থেকে বিমানে ওঠেন।

মিরর গ্রুপ সংবাদপত্রের আইনজীবী অ্যান্ড্রু গ্রিন বলেছেন, শুনানির প্রথম দিনে হ্যারির অনুপস্থিতিতে তিনি “গভীরভাবে উদ্বিগ্ন” ছিলেন।

মিরর গ্রুপের বিরুদ্ধে করা মামলাটি গণমাধ্যমের বিরুদ্ধে প্রিন্স হ্যারির করা বেশ কয়েকটি মামলার মধ্যে প্রথম যেটি বিচারাধীন রয়েছে। অভিযুক্ত তিন ট্যাবলয়েড প্রকাশকের মধ্যে একটি বেআইনিভাবে রাজপরিবারের একান্ত তথ্য সংগ্রহের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় তাকে অনুসরণ করে।

শেরবোর্ন বলেন, হ্যারি সম্পর্কে গল্পগুলো সংবাদপত্রের বিক্রির জন্য বড় বিষয় ছিল। তার জীবনের নানান দিক নিয়ে আড়াই হাজার নিবন্ধ প্রকাশিত হয়েছে- স্কুলে তার অসুস্থতা থেকে শুরু করে বান্ধবীদের সাথে উত্থান-পতন পর্যন্ত।

তিনি তার মা প্রিন্সেস ডায়ানা যে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই দুর্ঘটনার জন্য পাপারাজ্জিকে দায়ী করেছেন এবং বলেছেন, কথিত বর্ণবাদী নিবন্ধসহ যুক্তরাজ্যের গণমাধ্যম দ্বারা হয়রানি এবং অনুপ্রবেশের কারণে তাকে এবং তার স্ত্রী মেগানকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে এবং রাজকীয় পদবি ত্যাগ করতে প্ররোচিত করে।

যুক্তরাজ্যের সংবাদপত্রের প্রতি হ্যারির ক্ষোভ, কখনো কখনো তার নিজের আত্মীয়দের যাদের নানান কাজকর্মকে তিনি গণমাধ্যমের সাথে তাদের যোগসাজশ হিসেবে দেখেন, তাদের প্রতি ক্ষোভ তিনি তার স্মৃতিকথা “স্পেয়ার”-এ উল্লেখ করেছেন এবং অপরা উইনফ্রে এবং অন্যদের উপস্থাপনা করা সাক্ষাৎকারেও তিনি এসব বিষয় উল্লেখ করেছেন। মিরর গ্রুপের এটর্নি তাকে জেরা করার সময় আদালতে তার দাবিগুলো দর্শকদের কঠিন পর্যালোচনার মুখোমুখি হবে।

XS
SM
MD
LG