অ্যাকসেসিবিলিটি লিংক

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে রাশিয়াকে যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র,জানালেন কর্মকর্তারা


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

একটি ভবিষ্যত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ পরিকাঠামো নিয়ে, কোনো পূর্ব-শর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত হোয়াইট হাউজ। এমনকি, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দুই দেশের মধ্যে সম্পাদিত, আগের চুক্তি বাতিল করার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন; সেই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে নতুন ভবিষ্যত পরিকাঠামোতেও হোয়াইট হাউজ রাশিয়াকে যুক্ত করতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের দুই সিনিয়র কর্মকতা জানিয়েছেন, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান শুক্রবার, অস্ত্র নিয়ন্ত্রণ অ্যাসোসিয়েশনে দেয়া বক্তব্যে, নতুন পরিকাঠামো গড়ে তোলা নিয়ে আলোচনায়, বাইডেন প্রশাসনের অভিপ্রায় কী,তা স্পষ্ট করবেন। এই দুই কর্মকতা সালিভানের বক্তব্য পর্যালোচনা করেছেন।

ফ্রেব্রুয়ারিতে পুতিন ঘোষণা করেন, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ সম্পর্কে নতুন স্টার্ট (এসটিএআরটি) চুক্তির শর্তাবলী পালনে রাশিয়ার সহযোগিতা তিনি প্রত্যাহার করছেন। ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণ নিয়ে, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এমন ঘোষণা দেন পুতিন। তবে, তখন রাশিয়া জানিয়েছিলো, পরমাণু অস্ত্র নিয়ে চুক্তির আওতায়,পারমাণবিক অস্ত্র সীমিত রাখার শর্তাবলীকে তারা মর্যাদা দেবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সালিভান এ বিষয়ে গুরুত্ব আরোপ করবেন যে, যদি রাশিয়া মেনে চলে তবে, যুক্তরাষ্ট্র এই চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।একই সঙ্গে তিনি এই সংকেতও দেবেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে, পরমাণু সংক্রান্ত ঝুঁকি সামলানোর জন্য নতুন পরিকাঠামো তৈরির বিষয়ে "আলোচনার জন্য আমরা প্রস্তুত।”

কর্মকর্তারা আরো জানিয়েছেন, বাইডেন প্রশাসন চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পরমাণু সমরাস্ত্র সীমিত রাখার শর্ত অব্যহত রাখতে চায়। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক শক্তি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনার কারণে, ২০২৬ সালের পর, বিশদ পারমাণবিক পরিকাঠামো তৈরি করা জটিল হবে।

XS
SM
MD
LG