যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসের শীর্ষ রিপাবলিকান কেভিন ম্যাকার্থি ফেডারেল সরকারের ঋণের সীমা ৩১.৪ ট্রিলিয়ন ডলার বাড়ানোর জন্য একটি নীতিগত চুক্তিতে পৌঁছেছেন।
চুক্তিটির ভাষা ইঙ্গিত দেয় যে, এটি নিরঙ্কুশ নাও হতে পারে। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধের জন্য অর্থ শেষ হওয়ার আগে কংগ্রেসের অনুমোদন পাবার পথ কঠিন হবে বলে ইঙ্গিত দেয়।
ম্যাকার্থি শনিবার রাতে ক্যাপিটল ভবনে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথায় এই চুক্তিকে "আমেরিকান জনগণের যোগ্য" বলে বর্ণনা করেন।
চুক্তিটি দুই বছরের জন্য ঋণের সীমা বাড়িয়ে দেবে এবং সেই সময়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ করবে। এটি দরিদ্রদের জন্য প্রোগ্রামগুলিতে কিছু অতিরিক্ত কাজের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করবে।
বাইডেন ও ম্যাকার্থি শনিবার সন্ধ্যায় ৯০ মিনিটের ফোনালাপে এই চুক্তি নিয়ে আলোচনা করেন।
ক্যাপিটল হিলে ম্যাকার্থি সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন, রবিবার বিলটি লেখা শেষ হবে, তারপর বাইডেনের সঙ্গে কথা বলবেন এবং বুধবার চুক্তির ওপর ভোট হবে।