ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন। দেশের রাজধানীর কেন্দ্র, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ভবনকে পুনরায় নির্মাণ করতে ২৪০ কোটি ডলারের প্রকল্প নেয়া হয়। সংসদ ভবনকে একটি নজরকাড়া ভারতীয় রূপ দিতে এই উদ্যোগ নেয়া হয়।
নয়াদিল্লির হৃদয় এই ভবনের উদ্বোধন ও সাজসজ্জার ভিত্তি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রতীক। এই ভবন উদ্বোধনের এক বছর পর অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। এই নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তৃতীয় মেয়াদের জন্য ভোট চাইতে, জোরালো হিন্দু জাতীয়তাবাদী পরিচয় এবং গত এক দশক ধরে দায়িত্ব পালনকালে তাদের সাফল্যের বিবরণ তুলে ধরবে।
.২০১৪ সালে প্রথম ক্ষমতায় আসার পর, মোদী সরকার হিন্দুদের বেশ কয়েকটি তীর্থস্থানকে নতুন করে সজ্জিত করেছে।
নতুন ত্রিভুজাকার সংসদ ভবনটি হেরিটেজ ভবনের ঠিক পাশেই অবস্থিত। হেরিটেজ ভবনটি নির্মাণ করেছিলেন ব্রিটিশ স্থপতি এডউইন লিউটেন্স ও হার্বার্ট বেকার, ১৯২৭ সালে ভারতের স্বাধীনতার দুই দশক আগে।
সরকার জানিয়েছে, পুরনো সংসদ ভবনটিকে যাদুঘরে রূপান্তর করা হবে।
তারা বলেছে, নতুন সংসদ ভবনের জরুরি দরকার হয়ে পড়েছে, যেহেতু নানা কারণে আগের ইমারতটির ওপর ব্যাপক চাপ পড়েছে। চাপের মধ্যে রয়েছে ভবনের ধারণক্ষমতা, পরিকাঠামো, প্রযুক্তি ও নিরাপত্তা।
২০২০ সালে, মহামারীকালে নতুন ভবন নির্মাণ শুরু করার সময় মোদী স্বনির্ভর ভারতের চিত্রের কথা তুলে ধরে বলেছিলেন, “ এটি হবে আত্মনির্ভর ভারত গড়ার সাক্ষী।”
আধুনিক প্রযুক্তির পাশাপাশি নতুন সংসদ ভবনের দুটি কক্ষে রয়েছে মোট ১২৭২টি আসন। এই সংখ্যা আগের ভবনের আসন সংখ্যা থেকে প্রায় ৫০০টি বেশি। আর এর আয়তন আগের ভবন থেকে অন্তত তিনগুণ বেশি।
এই প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এক স্থপতি জানান, এই ভবনে চারটি তলা ও হলঘর রয়েছে। নির্মাণ করা হয়েছে জাতীয় প্রতীক ময়ূর, পদ্মফুল ও বটবৃক্ষ-এর আদলে। সেই সঙ্গে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ম্যুরাল, ভাস্কর্য ও শিল্পকলার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ৫ হাজার বছরের ভারতীয় সভ্যতাকে।