অ্যাকসেসিবিলিটি লিংক

রক সঙ্গীতাঙ্গনের আইকন টিনা টার্নারের জীবনাবসান


ফাইল ছবি - সুইজারল্যান্ড সফরে এক কনসার্টে টিনা টার্নার সঙ্গীত পরিবশেন করছেন । ৫ জুলােই ১৯৯৬।
ফাইল ছবি - সুইজারল্যান্ড সফরে এক কনসার্টে টিনা টার্নার সঙ্গীত পরিবশেন করছেন । ৫ জুলােই ১৯৯৬।

আমেরিকান বংশোদ্ভূত গায়িকা টিনা টার্নার, যিনি ছোটবেলাকার কঠিন জীবন ছেড়ে সর্বকালের শীর্ষ রেকর্ডিং শিল্পীদের একজন হয়েছিলেন, তিনি বুধবার ৮৩ বছর বয়সে মারা গেছেন।

তাঁর মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখতে তার বাড়িতে দীর্ঘ অসুস্থতার পর তিনি শান্তিপূর্ণভাবে মারা যান।

টার্নার ১৯৫০ এর দশকে রক 'এন' রোলের প্রথম বছরগুলিতে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং একজন এমটিভি তারকা হয়ে উঠেছিলেন।

তার টপ চার্ট গান "হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট" এর ভিডিওতে তিনি প্রেমকে "সেকেন্ড-হ্যান্ড ইমোশন" বলে অভিহিত করেছেন। সেখানে টার্নার ১৯৮০ এর দশকের স্টাইলকে নিজস্ব প্রতীক করে তোলেন । সেই আইকনিক মিউজিক ভিডিওটিতে তিনি তার স্পাইকি স্বর্ণকেশী চুল নিয়ে নিউ ইয়র্ক সিটির রাস্তায় সদর্পে হেঁটে চলেন। তিনি একটি ক্রপড জিন জ্যাকেট, মিনি স্কার্ট এবং স্টিলেটো হিল পরা ছিলেন।

তাকে অনেক সময়ই "রক 'এন' রোলের রানী" নামে ডাকা হয়, টার্নার ১৯৮০ এর দশকে তার আটটি গ্র্যামি পুরস্কারের মধ্যে ছয়টি জিতেছিলেন। এই দশকে সেরা ৪০ এ তার এক ডজন গান দেখা গেছে, যার মধ্যে রয়েছে "টিপিকাল মেল," "দ্য বেস্ট," "প্রাইভেট ড্যান্সার" এবং "বেটার বি গুড টু মি"। রিও ডি জেনিরোতে তার ১৯৮৮ সালের শো ১,৮০,০০০ লোককে আকৃষ্ট করেছিল, যেটি যেকোনো একক শিল্পীর জন্য সবচেয়ে বড় কনসার্ট।

XS
SM
MD
LG