অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে তেল-গ্যাস প্ল্যান্টে হামলা, নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত


পাকিস্তানের মানচিত্র
পাকিস্তানের মানচিত্র

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল-এর কর্তৃপক্ষমঙ্গলবার জানিয়েছে, একটি তেল ও গ্যাস উত্তোলনকেন্দ্রের কাছে খুব ভোরে পরিচালিত জঙ্গি হামলায়অন্তত ছয় জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।

আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত,খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটিনিরাপত্তা চৌকিতে হামলা চালায় কয়েক ডজনসশস্ত্র ব্যক্তি। কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিফোর্সের ৪ সদস্য এবং একটি বেসরকারি সংস্থার ২ রক্ষী নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা ভয়েসঅফ আমেরিকাকে বলেন, "সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার আগে নিহত নিরাপত্তা কর্মীদের স্বয়ংক্রিয়অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গেছে।“

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বাটিটিপি এবং এর সঙ্গে যুক্ত জঙ্গিরা এই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও তাদের স্থাপনায় নিয়মিত হামলাচালিয়ে আসছে। তবে, প্রাণঘাতী এই হামলার দায়তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

পাকিস্তানি তালিবান নামে পরিচিত টিটিপিকে, একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ আছে, ইসলামপন্থীতালিবান সংঘাত-বিধ্বস্ত প্রতিবেশী আফগানিস্তানেরনিয়ন্ত্রণ নেয়ার পর, সেখানকার নিরাপদ আশ্রয়থেকে পাকিস্তানে হামলা জোরদার করেছে টিটিপি।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো ভয়েস অফআমেরিকাকে জানিয়েছে, ক্ষমতাসীন আফগানতালিবানের সাথে যুক্ত যোদ্ধারা পাকিস্তানেআন্তঃসীমান্ত হামলা চালানোর জন্য টিটিপিজঙ্গিদের সাথে ক্রমবর্ধমানভাবে হাত মেলাচ্ছে।

একাধিক নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, চলতি মাসেটিটিপি নেতৃত্বাধীন অন্তত দুটি হামলায় টিটিপি সদস্যদের সাথে আফগান যোদ্ধারা অংশ নিয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশ বেলুচিস্তানের মুসলিম বাগে, একটিআধাসামরিক বাহিনীর ঘাঁটিতে। পাকিস্তানেরসামরিক বাহিনী জানিয়েছে, কয়েক ঘন্টার সে সংঘর্ষেছয় সেনা সদস্য, একজন বেসামরিক নাগরিক ও ছয়জঙ্গি নিহত হয়েছে।

টিটিপি-র আন্তঃসীমান্ত সহিংসতা বন্ধে, ইসলামাবাদ আফগানিস্তানের তালিবানের ওপর চাপ দিচ্ছে।কাবুলের প্রকৃত কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, তারাকোনো গোষ্ঠীকে পাকিস্তান-সহ প্রতিবেশীদেশগুলোর বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করতেঅনুমতি দেয় না।

২০২১ সালের আগস্টে তালিবান কাবুলে ক্ষমতাদখল করার পর থেকে, আফগান সীমান্তের কাছাকাছি টিটিপি'র হামলায় শত শত পাকিস্তানিনিহত হয়েছে; এদের বেশিরভাগই পুলিশ ও সৈন্য।

XS
SM
MD
LG