অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলের তারকা ভিনিসিয়াসের ঘটনার পর স্প্যানিশ লীগ বর্ণবাদের কথা স্বীকার করলো


স্পেনে লা লীগার এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ভ্যালেন্সিয়ার হোজে লুই গায়ার পাশে দেখা যাচ্ছে। ২১ মে ২০২৩।
স্পেনে লা লীগার এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে ভ্যালেন্সিয়ার হোজে লুই গায়ার পাশে দেখা যাচ্ছে। ২১ মে ২০২৩।

স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেস সোমবার বলেছেন, স্প্যানিশ লীগে বর্ণবাদ সমস্যা আছে। এর আগে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে কথিত অপমানের অভিযোগ তোলে রিয়াল মাদ্রিদ।

ব্রাজিলের প্রেসিডেন্ট, ফিফা এবং ফ্রান্সের তারকা খেলোয়াড় এমবাপ্পে ভিনিসিয়াসের প্রতি সমর্থন জানানোর পর লা লীগা বর্ণবাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে চাপের মুখে রয়েছে। যদিও লা লীগার প্রেসিডেন্ট টুইটারে লেখেন তারা যথেষ্ঠ চেষ্টা করছে এবং "লা লীগার সমালোচনা এবং নিন্দা করার আগে" ভিনিসিয়াসের উচিত খবর নেয়া।

রুবিয়ালেস মাদ্রিদে এক সংবাদ সন্মেলনে বলেন, "আমাদের প্রথমে স্বীকার করতে হবে আমাদের দেশে একটা সমস্যা আছে"।

ভ্যালেন্সিয়ায় মিস্টালা স্টেডিয়ামে এক ম্যাচ চলাকালীন ভিনিসিয়াস অভিযোগ করেন, দর্শকরা তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করছে। সে কারণে খেলা ১০ মিনিট ধরে বন্ধ থাকে।

ম্যাচের আগে যখন রিয়াল মাদ্রিদের বাস স্টেডিয়ামে আসে, তখন ভ্যালেন্সিয়ার সমর্থকরা "ভিনিসিয়াস একটি বানর" বলে গান করছিল বলে সোশাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়। রয়টার্স ঐ ভিডিওর সত্যতা নিশ্চিৎ করেছে।

XS
SM
MD
LG