এল সালভাদরের কর্মকর্তারা রবিবার জানিয়েছেন, সেখানে ফুটবল লীগের একটি ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে ১২ জন সমর্থকের মৃত্যু হয়েছে।
কাসকাটলান-এ মনুমেন্টাল স্টেডিয়ামে আলিয়ানজা এবং ফাস ক্লাবের ম্যাচ চলাকালীন একটি গেট দিয়ে সমর্থকরা ঠেলে ঢোকার সময় ঐ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুটবল কর্মকর্তারা। রাজধানী থেকে ঐ জায়গাটি ৪১ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
আলিয়ানজার সমর্থক হোজে অ্যাঞ্জেল পিনাডো বলছেন, "খেলা শুরু হবার কথা ছিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কিন্তু সাতটায় গেট বন্ধ করে দেয়া হয় এবং আমরা তখন টিকেট হাতে নিয়ে (স্টেডিয়ামের) বাইরে", " মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। আমরা তাদেরকে অনুরোধ করি ভেতরে ঢুকতে দিতে, কিন্তু দেয়া হয়নি। সুতরাং তারা গেট ভেঙ্গে ফেলে।"।
সিভিল প্রোটেকশন পরিচালক লুই আমায়া বলেন, প্রায় ৫০০ লোককে চিকিৎসা দেয়া হয়েছে এবং ১০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়া অন্তত দুইজনের অবস্থা গুরুতর।
প্রেসিডেন্ট নাইব বুকেলে-র প্রেস অফিস থেকে দেয়া বিবৃতিতে ১২ জনের মৃত্যুর খবর স্বীকার করে বলা হয়েছে, "এল সালভাদর শোক পালন করছে"।