অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফ-এর ৭ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর


দক্ষিণ খার্তুমের একটি সড়কে মানুষ হেঁটে যাচ্ছে। (২০ মে, ২০২৩)
দক্ষিণ খার্তুমের একটি সড়কে মানুষ হেঁটে যাচ্ছে। (২০ মে, ২০২৩)

সুদানের যুদ্ধরত পক্ষগুলো শনিবার ৭ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, যখন ৬ সপ্তাহ ধরে চলতে থাকা যুদ্ধে দেশটি অস্থিরতায় নিমজ্জিত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আলোচনার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে খার্তুমের স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৯টা থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে।

এর আগে বেশ কয়েকবার যুদ্ধ-বিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করা হয়েছে। তবে এবারের চুক্তিটি যুক্তরাষ্ট্র-সৌদি ও আন্তর্জাতিক সহায়তায় চালু করা নিরীক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করা হবে বলে বিবৃতিতে জানাও হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই চুক্তিতে মানবিক সহায়তা বিতরণ, নিত্যপ্রয়োজনীয় সেবা আবারো চালু করা ও হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থেকে বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, “বন্দুকগুলোকে থামিয়ে দেওয়ার এবং নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আমি উভয় পক্ষকে এই চুক্তি মেনে চলার অনুরোধ করছি—এটি এখন সারা বিশ্বের নজরে আছে।”

সুদানের সেনাবাহিনী ও অর্ধসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলমান যুদ্ধে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এছাড়াও খাদ্য, অর্থ ও নিত্যপণ্যের মজুদ দ্রুত শেষ হয়ে এসেছে এবং ব্যাংক, দূতাবাস, ত্রাণ সংস্থার গুদাম, এমন কী, গির্জাতেও লুটপাটের ঘটনা ঘটছে।

ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, তারা নিরাপদ যাত্রাপথ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় খার্তুমে পর্যাপ্ত সহায়তা দিতে পারছে না।

১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭০৫ জন মারা গেছেন এবং অন্তত ৫ হাজার ২৮৭ জন আহত হয়েছেন।

সুদানে বেশ কয়েক দশক ধরে একনায়কতন্ত্রের কারণে সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে গণতন্ত্র প্রতিষ্ঠাকল্পে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট এক পরিকল্পনার আওতায় আরএসএফ-কে সেনাবাহিনীর অংশ করে নেওয়ার বিষয়ে বিতর্ক দেখা দিলে খার্তুমে এই যুদ্ধের সূত্রপাত হয়।

XS
SM
MD
LG