যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা(ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ফলে নিউ ক্যালেডোনিয়ার ও ভানুয়াতুর লয়্যালটি দ্বীপপুঞ্জগুলোতে তাৎক্ষনিক সুনামি সতর্কতা জারি করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, গ্রীনিচমান সময় ২টা বেজে ৫৭ মিনিটে নিউ ক্যালেডোনিয়ার ভাও শহর থেকে ৩৩৪ কিলোমিটার পূর্বে বা ভানুয়াতু থেকে ৪৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
এর ১০ মিনিট পর একই এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের এলাকাটি ছিল ফিজির দক্ষিণ-পশ্চিমে, নিউজিল্যান্ডের উত্তরে এবং অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত যেখানে কোরাল সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগ স্থল।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক মিটার পর্যন্ত উঁচু বিধ্বংসী ঢেউ আসার সম্ভাবনা নিয়ে ঐ অঞ্চলগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছিল তবে পরে তা তুলে নেওয়া হয়।
ঐ অঞ্চলটি "রিং অফ ফায়ার" এর অংশ হিসেবে ধরা হয় যেখানে প্রশান্ত মহাসাগরের চারপাশে ভূমিকম্প ঘটার মত ত্রুটিগুলি বক্রাকারে রয়েছে এবং বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে থাকে।
প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এ এফ-পি থেকে নেওয়া।