মধ্য নাইজেরিয়ার প্লাতেউ রাজ্য পশুপালক এবং কৃষকদের মধ্যকার সংঘর্ষের পর মৃতের সংখ্যা ৩০ থেকে ৮৫-তে পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় একজন কর্মকর্তা একথা জানান।
স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান দাপুট মন্ত্রী ড্যানিয়েল এএফপিকে বলেন, মাঙ্গু জেলায় সোমবারের হামলার পর “৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, কিছু মানুষ আহত হয়েছে, তবে কতজন আহত হয়েছে তা বলেননি। তিনি আরও বলেন, “বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অনেক মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে।”
স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি আরও বলেছে, হামলার পর “হাজার হাজার মানুষ রাস্তায় চলাচল করছে।”
অঞ্চলটি নাইজেরিয়ার মুসলিম অধ্যুষিত উত্তর এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে বিভাজন রেখায় অবস্থিত। বছরের পর বছর ধরে সেখানে জাতিগত এবং ধর্মীয় সহিংসতা চলছে।
সর্বসাম্প্রতিক সহিংসতার কারণ কী তা স্পষ্ট নয়, তবে পশুপালক এবং কৃষকদের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ প্রায়শই ভারী সশস্ত্র দলগুলো দ্বারা গ্রামে অভিযানে পর্যবসিত হয়।
এসইএমএ-র অনুসন্ধান এবং উদ্ধারের পরিচালক জুনি বালা বলেন, বুধবার তাদের দল এলাকা পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, তারা সহিংসতার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, “প্রচুর নিরাপত্তা উপস্থিতি মোতায়েন করা হয়েছে।” “এখন পর্যন্ত মঙ্গু স্থানীয় সরকারের (এলাকা) সাধারণ এলাকায় শান্তি পুনরুদ্ধার করা হয়েছে এবং পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।”