অ্যাকসেসিবিলিটি লিংক

ফুটবল খেলোয়াড়দের মধ্যে সিটিই রোগ বল হেড করার নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন তোলে


মিউনিখে বায়ার্ন মিউনিখ এবং হফেনফেইমের মধ্যে জার্মান বুন্দেসলিগা ফুটবল ম্যাচে ডায়োট উপমেকানোর সাথে হেড করার জন্য ঝাঁপ দিচ্ছেন ক্রিস্টোফ বমগার্টনার। ১৫ এপ্রিল, ২০২৩।
মিউনিখে বায়ার্ন মিউনিখ এবং হফেনফেইমের মধ্যে জার্মান বুন্দেসলিগা ফুটবল ম্যাচে ডায়োট উপমেকানোর সাথে হেড করার জন্য ঝাঁপ দিচ্ছেন ক্রিস্টোফ বমগার্টনার। ১৫ এপ্রিল, ২০২৩।

ইংলিশ ফুটবল তারকা জিমি ফ্রাইয়াট বল হেড করার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন এবং এর ফলে তার মস্তিষ্কের যে ক্ষতি হয়েছে, সেটাই তার জন্য দায়ী হতে পারে।

৭০ বছরের মতো বয়সী ফ্রাইয়াট শারীরিকভাবে ফিট ছিলেন। তিনি টেনিস খেলতেন কিন্তু স্কোর রাখতে পারতেন না বা মনে করতে পারতেন না যে নেটের কোন দিকে তার থাকার কথা। তিনি প্রায় ৫০ বছর ধরে লাস ভেগাসে বাস করেন কিন্তু আশেপাশে সাইকেল চালানোর সময় হারিয়ে যেতে শুরু করেছিলেন।

কিন্তু সিটিই গবেষক এবং এই রোগে আক্রান্তদের পরিবার বলেছেন, এজেন্ডা, অতিথি তালিকা এমনকি নাম- মস্তিষ্কের আঘাতের ইস্যুটিকে প্রকৃত অর্থে মুকাবেলা করে না। স্পোর্টস লিগগুলোর মধ্যে এটি একটি প্রবণতা, যা মাথার আঘাতের দীর্ঘমেয়াদী প্রভাবকে ছোট করে দেখায়।

একটি শীর্ষ সম্মেলনের গণমাধ্যম কন্টাক্ট হিসেবে তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের সকারের একজন মুখপাত্র মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেননি। প্রধান একজন সকার লীগ মুখপাত্র একটি এজেন্ডা ফরোয়ার্ড করেছেন, যাতে প্যানেলের তালিকায় বিজ্ঞানী, সকার কর্মকর্তা এবং নামবিহীন বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়রা আছেন।

সিটিই শুধুমাত্র মরণোত্তর নির্ণয় করা যেতে পারে। ভারমিলিয়ন, ফ্রাইয়াট এবং কনওয়ে ২০২০ সালে মারা যান। গ্যাব্রিয়েল এবং প্যান্টুওস্কো ২০২১ সালে মারা যান।

ম্যাকি বলেন, সিটিই আক্রান্তদের পরিবারগুলো অনেক ক্ষেত্রে মস্তিষ্কের আঘাতগুলোকে কীভাবে চিনতে হয় সে সম্পর্কে তথ্যের সর্বোত্তম জায়গা, যা দীর্ঘ মেয়াদে অ্যালকোহল আসক্তি বা বদমেজাজের মতো সমস্যাযুক্ত আচরণ তৈরি করতে পারে।

XS
SM
MD
LG