অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সর্বশেষ খবরঃ বিদ্যমান শস্য চুক্তির আওতায় শেষ জাহাজটি ইউক্রেন ছেড়েছে


ফাইল - শ্রমিকরা ইউক্রেনের ইজমেইলের একটি শস্য বন্দরে শস্য তুলছে। ( ২৬ এপ্রিল, ২০২৩)
ফাইল - শ্রমিকরা ইউক্রেনের ইজমেইলের একটি শস্য বন্দরে শস্য তুলছে। ( ২৬ এপ্রিল, ২০২৩)

  • দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আফ্রিকান নেতাদের একটি প্রতিনিধি দল রাশিয়া ও ইউক্রেন সফরের পরিকল্পনা করছে।

  • ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি ইউরোপীয় নেতাদের বলেছেন, ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র, পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন।

ইউক্রেন থেকে শস্য রফতানির অনুমতি দেওয়ার জন্য একটি চুক্তির মেয়াদ বাড়ানোর আশায় থাকা আলোচকরা রাশিয়া কর্তৃক নির্ধারিত বৃহস্পতিবারের সময়সীমার মুখোমুখি হচ্ছেন। শেষ অনুমোদিত জাহাজটি বুধবার ইউক্রেন ত্যাগ করেছে।

রাশিয়া অভিযোগ করেছে , তার শস্য এবং সার রফতানির সুবিধার্থে একটি চুক্তি পূরণ করা হয়নি।

গত মার্চে রাশিয়া ব্ল্যাক সি শস্য উদ্যোগের মেয়াদ ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। গত আগস্ট থেকে জাতিসংঘ বিশ্ব বাজারে শস্যের গুরুত্বপূর্ণ সরবরাহের অনুমতি দিয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা এ সপ্তাহে বলেছেন, রাশিয়ার বৃহস্পতিবারের সময়সীমা ছাড়িয়ে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মঙ্গলবার বলেন, “আমরা অবশ্যই একটি নাজুক পর্যায়ে রয়েছি। কোনও চুক্তি না থাকায়, প্রোগ্রামটি পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত যৌথ কেন্দ্রটি ৪ মে থেকে কোনও নতুন জাহাজকে অংশগ্রহণের অনুমতি দেয়নি।“

কোনও চুক্তি না থাকায়, প্রোগ্রামটি পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত যৌথ কেন্দ্রটি অনুমোদিত হয়নি

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।

XS
SM
MD
LG