উত্তর মেক্সিকোর একটি মহাসড়কে রবিবার যাত্রীবাহী ভ্যান ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে আগুন ধরে, ২৬ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
উত্তরের সীমান্ত রাজ্য তামাউলিপাসের প্রসিকিউটর এবং পুলিশ বলেছে, প্রাথমিক গণনায় এই মৃত্যু-সংখ্যা অনুমান করা হচ্ছে।কারণ, আগুন ভ্যান এবং মালবাহী ট্রেলারটিকে গ্রাস করেছে এবং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ দেখা গেছে।
যে ক্যাব দিয়ে মালবাহী ট্রেলারটি টেনে নেয়া হচ্ছিনো, সেটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে, চালক ক্যাবটিকে বিচ্ছিন্ন করে নিয়ে পালিয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তারা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই একটি যৌথ পরিবারের সদস্য হতে পারেন; এরা কোথাও বেড়ানো শেষে ফিরে আসছিলেন।তবে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।
অতীতে মেক্সিকোতে এমন দুর্ঘটনায় বেশি সংখ্যার মৃত্যুর জন্য, প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের পাচারের সাথে যুক্ত, অতিরিক্ত বোঝাই করা যানবাহনকে দায়ী করা হয়েছে।