অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইজরাইল এবং জংগীদের মধ্যে যুদ্ধ বিরতি আপাতদৃষ্টে কার্যকর আছে


গাজা ভূখণ্ডের রাফা এলাকায় একটি ফিলিস্তিনি দোকান। ১৪ মে, ২০২৩।
গাজা ভূখণ্ডের রাফা এলাকায় একটি ফিলিস্তিনি দোকান। ১৪ মে, ২০২৩।

গাজায় ৫ দিন ধরে চলা সংঘর্ষে ৩৩জন ফিলিস্তিনি এবং ইজরাইলে ২জন নিহত হবার পর রবিবার ইজরাইলি সেনা এবং জংগীদের মধ্যে ভঙ্গুর যুদ্ধ বিরতি আপাতদৃষ্টে বহাল আছে।

গাজায় সবশেষ সংঘর্ষ শুরু হয় গত মঙ্গলবার যখন গাজা থেকে রকেট হামলার জবাবে ইজরাইলি বিমান হামলায় ইসলামিক জিহাদের তিন শীর্ষ কমান্ডার নিহত হয়।

এরপর জংগীরা লাগাতার হামলা চালায়। ফলে ঐ অঞ্চলে আবার প্রবল সংঘর্ষ শুরু হবার আশংকা দেখা দেয়।

তবে শনিবার পরের দিকে মিশরের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়।

এর ফলে পরিস্থিতি শান্ত হলে গাজার ২০ লক্ষ মানুষ এবং হাজার হাজার ইজরাইলি নাগরিক কিছুটা স্বস্তি পান যাদের অনেকেই গত কিছুদিন ধরে বোমা থেকে বাঁচার জন্য শেল্টারে ছিলেন।

তবে ঐ সুদ্ধবিরতিতে দুই পক্ষের বহু বছরের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে কিছু বলা হয়নি।

XS
SM
MD
LG