অ্যাকসেসিবিলিটি লিংক

বেআইনি গ্রেপ্তারের পর জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছানোর সময় তাকে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ সদস্যরা; ১২ মে, ২০২৩।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছানোর সময় তাকে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ সদস্যরা; ১২ মে, ২০২৩।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিয়েছে।এই সপ্তাহে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করার পর ব্যাপক সংঘর্ষ শুরু হয়।পরে সুপ্রিমকোর্ট তার গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে।

মঙ্গলবার আধা-সামরিক বাহিনী ইমরান খানকে জোর করে আদালতে নিয়ে যায় এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। সুপ্রিম কোর্ট পরে এই গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে এবং এই প্রক্রিয়াকে প্রত্যাহারের (ব্যাকট্র্যাকড) দাবি জানায়।

শুক্রবার একটি নিরাপদ মোটর বহরে করে আবার ইসলামাবাদ হাইকোর্টে আসেন ইমরান খান। এ সময় কয়েক ডজন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য তাকে আদালত ভবনে হাঁটিয়ে নিয়ে যান। এর পর তার জামিন মঞ্জুর করা হয়।

শুনানির আগে আদালতের সামনে জড়ো হন পিটিআই আইনজীবীরা। এ সময় তারা, “খান, আপনার ভক্ত অগণিত” এবং “আইনজীবীরা বেঁচে আছেন” বলে চিৎকার করছিলেন। ক্ষমতাচ্যুত এই নেতা তখন তার মুষ্টিবদ্ধ হাত মাথার ওপর তুলে ধরেন।

তবে মনে হচ্ছে, এই আইনি অধ্যায় শেষ হতে এখনো অনেক সময় বাকি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে পুনরায় গ্রেপ্তার করার অঙ্গীকার করেছেন। ইমরান খান বেশ কয়েকটি মামলায় জড়িয়ে পড়েছেন, যা পাকিস্তানের বিরোধী দলের নেতাদের জন্য একটা চলমান সমস্যা। তিনি গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনা শুরু করলে, তিনি এসব মামলায় জড়িয়ে পড়েন।

অক্টোবরের আগেই সাধারণ নির্বাচন হওয়ার কথা। এই সাবেক ক্রিকেট তারকা নড়বড়ে ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে, শীর্ষ জেনারেলদের সাথে যোগসাজশ করে তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ করেছেন।

৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে তারা নভেম্বরে তাকে হত্যার চেষ্টা করেছে। নির্বাচনের প্রচারণা কালে এই হত্যা-চেষ্টা চালানো হয়; সে সময় তার পায়ে গুলি লাগে।


XS
SM
MD
LG