অ্যাকসেসিবিলিটি লিংক

সপ্তম শতাব্দীর দুটি পুরাকীর্তি চীনের কাছে ফেরত দিল যুক্তরাষ্ট্র


ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে প্রকাশিত এই ছবিতে লুট হওয়া পুরাকীর্তির একটি ছবি দেখা যাচ্ছে।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে প্রকাশিত এই ছবিতে লুট হওয়া পুরাকীর্তির একটি ছবি দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র চীনের কাছে দুটি লুট করা পুরাকীর্তি ফিরিয়ে দিয়েছে। এক ডজনেরও বেশি চুরি হওয়া নিদর্শনগুলি ফেরত পাঠানোর মধ্যে এটাই সর্বশেষ বলে মঙ্গলবার নিউ ইয়র্ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এক বিবৃতিতে বলেন, সপ্তম শতাব্দীর দুটি পাথরের খোদাই, যার মূল্য বর্তমানে ৩৫ লক্ষ ডলার, যা ১৯৯০-এর দশকের গোড়ার দিকে চোরেরা একটি সমাধি থেকে খুঁড়ে চীন থেকে পাচার করে।

নিউ ইয়র্কের একজন প্রাইভেট আর্ট কালেক্টর শেলবি হোয়াইট কর্তৃক কেনা ১০টি দেশের ৮৯টি পুরাকীর্তির মধ্যে এই খোদাইগুলি ছিল।

১৯৮৮ সাল থেকে, এগুলি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টকে "ধার" হিসেবে দেওয়া হয়েছিল। এই বছর ফৌজদারি তদন্তের পরে ডিএ অফিস এগুলো জব্দ করে।

ব্র্যাগ বলেন, "এটি লজ্জাজনক যে এই দুটি অবিশ্বাস্য পুরাকীর্তি চুরি হয় এবং একটি প্রায় কমপক্ষে তিন দশক ধরে জনসাধারণের দৃষ্টি থেকে লুকানো ছিল।“

সম্মিলিতভাবে প্রায় ৬.৯ কোটি ডলার মূল্যের লুট হওয়া নিদর্শনগুলি তারা শহরের পুরাকীর্তি পাচার ইউনিটের একটি ফৌজদারি তদন্তের মাধ্যমে ট্র্যাক করে এবং ফেরত পাঠায়।

নিউইয়র্কে চীনা কনস্যুলেটে এক অনুষ্ঠানে এসব খোদাই হস্তান্তর করা হয়।

চীনা কনসাল জেনারেল হুয়াং পিং বলেন, “সাংস্কৃতিক সম্পত্তি নিয়ে অপরাধের বিরুদ্ধে অভিযানকে আমরা একটি পবিত্র মিশন হিসেবে বিবেচনা করি।“

২০২২ সালের জানুয়ারি থেকে কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, মিশর, ইরাক, গ্রিস, তুরস্ক ও ইতালিসহ ১৯টি দেশে ১৬কোটি ৫০ লাখ ডলার মূল্যের ৯৫০টিরও বেশি পুরাকীর্তি ফেরত পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG