অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে কথিত ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত


খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানচিত্র।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানচিত্র।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার ধর্ম অবমাননার অভিযোগে এক আলেমকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। জনতার অভিযোগ, ওই ব্যক্তি তাঁর বক্তৃতায় ধর্ম অবমাননারকর কথা বলেছিলেন। পাকিস্তানের পুলিশ একথা জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইকবাল খান বলেছেন, মাওলানা নিগার আলম (৪০) কে হত্যা করা হয়েছে, কারণ "তার প্রার্থনার কিছু কিছু শব্দকে কিছু বিক্ষোভকারী নিন্দাজনক বলে মনে করেছিল, এবং সেই কারণেই বিক্ষুব্ধ জনতার হাতে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত তিনি মারা যান।"

পুলিশ মাওলানা নিগার আলমকে জনতার হাত থেকে রক্ষা করার জন্য একটি দোকানে তালাবদ্ধ করে রাখে।কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, উত্তেজিত জনতা ওই দোকানের দরজা ভেঙে তাকে বের করে আনে।

খান পাকিস্তানি ওয়েবসাইট ডনকে বলেন, উত্তরের শহর মার্ডেনে জনতার হামলায় মাওলানা আলম মারা যান।

ধর্ম অবমাননার বিষয়টি প্রধানত মুসলিম অধ্যুষিত পাকিস্তানে একটি অতি সংবেদনশীল বিষয় এবং এর শাস্তি মৃত্যুদণ্ড।

দেশীয় এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলি বলে আসছে যে, ধর্ম অবমাননার অভিযোগগুলি জনতার আক্রমণ এবং অভিযুক্তদের হত্যার জন্য যথেষ্ট। ধর্ম অবমাননার আইন কখনও কখনও ব্যক্তিগত প্রতিহিংসা ও বিরোধ নিষ্পত্তি করতে এবং পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ভয় দেখানোর জন্যও ব্যবহার করা হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG